কাকে মন দিচ্ছো?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
ওহে যুবক, ওহে যুবতী,
তুমি কাকে মন দিচ্ছো?
কখনো কি থেমে নিজেকে জিজ্ঞেস করেছো—
সে কি তোমার যোগ্য?
না কি কেবল আবেগের ঢেউয়ে ভেসে চলেছো?
প্রেম তো ফুল নয়,
প্রেম এক আগুন—
যদি সামলাতে না জানো,
পুড়ে যাবে মন, পুড়ে যাবে জীবন।
একবার যদি হৃদয়ের দরজা খোলো,
ভুল মানুষ এলে আর বন্ধ করা যায় না—
তখন মিষ্টি হাসি হয় বিষের পেয়ালা,
মায়ার আলোয় ঢেকে যায় অন্ধকার পথ।
যে প্রেমে নেই সম্মান, নেই দায়িত্ব,
সে প্রেম ধ্বংস ডাকে নিঃশব্দে—
লেখা-পড়া ফেলে, স্বপ্নগুলো পুড়ে ছাই,
নেশার কুয়াশায় হারিয়ে যায় সকাল।
প্রেম এক শিল্প—
তা জানতে হয়, গড়তে হয়,
অন্ধ আবেগে নয়, সচেতন বিশ্বাসে।
যে প্রেম আত্মাকে বড় করে,
সেই প্রেমই সত্য;
আর যে প্রেম লজ্জায় ডুবায়,
সে প্রেম অভিশপ্ত।
ওহে তরুণ, ওহে তরুণী—
মন দেওয়ার আগে মনটাকে যাচাই করো,
কারণ ভুল হৃদয়ের দাওয়ায়
নরকও জন্ম নিতে পারে ভালোবাসার নামে।
---------------------------------------
০৩-১১-২০২৫
No comments:
Post a Comment