Monday, November 3, 2025

তুমি কি নিরাপদ?

 তুমি কি নিরাপদ?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************

তুমি কি নিরাপদ এই স্বাধীন দেশে?
রাস্তায় হেঁটে চল, প্রতিটি মোড়ে ভয় চাপা দমে।
ঘাট, বাগান, শহরের হাওয়ায়—
নজর রাখে অদৃশ্য অজস্র চোখ।

শাসক কি তোমার?
কোনো আদেশ কি তোমার জন্য?
ন্যায়, নিরাপত্তা, অধিকার—
সবই কি থাকে জনগণের হাতে,
নাকি শুধু শাসকের দাসত্বে বন্দি?

স্কুলে, কলেজে, পাঠশালার কোণে,
জ্ঞানচর্চা কি সত্যিই নিরাপদ?
শিক্ষক, বন্ধু, বই—সবকিছু কি
ভয়ের ছায়া ছাপিয়ে উজ্জ্বল?

পরিবারে, ঘরের প্রহরে,
প্রেম, যত্ন, আশ্রয় কি যথেষ্ট?
দরজা বন্ধ, দেয়ালের ভিতরে—
নিঃশব্দ ভয় কি লুকিয়ে থাকে?

কর্মক্ষেত্রে, পেশার মাঠে,
অধিকার, সম্মান—সবকিছু কি নিরাপদ?
তোমার শ্রমের মূল্য কি সম্মান পায়?
না কি অবহেলা ও অনিশ্চয়তার চাপে
স্বপ্ন থমকে যায় নিঃশব্দে?

রাষ্ট্রে, আদালতের আলোয়,
আইন কি সত্যিই তোমায় রক্ষা করে?
অভিযোগ কি বিচার পায়,
না কি অন্ধকারে ডুবে যায় মানবতা?

পথে, বাজারে, ঘাটে, শহরে,
প্রতিটি পদক্ষেপ কি নিরাপদ?
সড়ক, ট্রাফিক, মানুষের ভিড়ে—
ভয় কি তোমার সঙ্গী হয়ে বসে থাকে?

তুমি কি নিরাপদ?
প্রশ্নটি প্রতিটি সেক্টরে ঝরে আসে—
শিক্ষা, পরিবার, পেশা, রাষ্ট্র, রাস্তাঘাট—
সবখানে, অন্তরে, প্রতিটি মুহূর্তে।

তবু আশা আছে,
তবু স্বপ্ন আছে—
যে একদিন রোদ উঠবে,
শাসক সত্যিকারের জনতার হবে,
সবক্ষেত্রেই, সত্যিকারের নিরাপত্তা গড়ে উঠবে।
------------------------------------------


০৩-১১-২০২৫

No comments:

Post a Comment