Monday, November 3, 2025

ভয়ঙ্কর সিন্ডিকেট

 ভয়ঙ্কর সিন্ডিকেট

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************
আঁধার পিঞ্জরে তুই, রে ভয়ঙ্কর সিন্ডিকেট,
রাজনীতি, পদবী, নীতি সব ধ্বংস করিস্ সতর্কে।
নেতার হাসি, ঘুষের খেলা, মানুষের আশা হারায়,
হৃদয়ের কোলাহলে বাজে তোর অদৃশ্য বাঁশি।

বাজারে ব্যবসা-বাণিজ্য—তেল, চাল, ডিমের দাপট,
ভয়ঙ্কর সিন্ডিকেট লুটে চলে জনতার ঘাম।
শিল্পী, কৃষক, শ্রমিক—সকলের স্বপ্নে আঁধার,
কোম্পানির ছায়া যেন, রাতের চাঁদে ধরা।

শিক্ষার মন্দির, পরীক্ষা, ফি, কোটা-ফাঁস,
ভয়ঙ্কর সিন্ডিকেট বাজায় জ্ঞান-ছিনিয়ে নেওয়ার হাসি।
মেধাবী ছাত্রের চোখে অন্ধকার,
শিক্ষক-মন্ত্রীর ছলে নিঃশ্বাস হয় ফাঁকা।

চিকিৎসালয়ে মৃত্যু, ঔষধে লোভের খেলা,
ডাক্তার নয়, কোম্পানি—ভয়ঙ্কর সিন্ডিকেটের খেলা।
বিমার চিৎকারে মিশে বাণিজ্যের স্রোত,
মানবতার আশা নেমে যায় নিঃশব্দ ছায়ায়।

দাঁজাবাজি, দখলবাজি—গ্রামের জমি, শহরের খাতা,
মন্ত্রনালয় হাসে, নথি-কলমে থাকে তোর ছাপ।
সড়ক, পরিবহন, ব্রিজ ভাঙা, টোল-ঘুষের রাজ্য,
ভয়ঙ্কর সিন্ডিকেট দাপটে, পথচারীর ভয়ে হাস্য।

লোকাল রাজনীতি, স্বার্থের খেলা,
গণতন্ত্র হারে, দালাল পায় জয়।
সাহিত্য, কবিতা, সংস্কৃতির মঞ্চ,
ভয়ঙ্কর সিন্ডিকেটের ছায়ায় চুপচাপ, স্রষ্টার সুর নিঃশ্বাসে।

আইন-আদালত—ন্যায়ের চেয়ে চালাকি,
ভয়ঙ্কর সিন্ডিকেট লুকায় সত্যের নৃত্য।
বিচার আর ন্যায়—দূরে ঘুরে বায়ু,
শুধু লোভের পাখি উড়ে, অন্ধকারে নিশ্বাসে।

তবু জনতার হৃদয়, নদী-স্রোতের মতো,
ধীরে ধীরে বয়ে ওঠে প্রতিরোধের ছোঁয়া।
একদিন ভাঙবে তোর আঁধার, রে ভয়ঙ্কর সিন্ডিকেট,
ফোটাবে নতুন প্রভাত—মুক্তির আলো, সত্যের ছায়া কাটে।

সকল সেক্টরে—রাজনীতি, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা,
দাঁজাবাজি, দখলবাজি, সড়ক, সাহিত্য, আইন,
ভয়ঙ্কর সিন্ডিকেটের ছায়া শেষ হবে একদিন,
মানুষ হাসবে মুক্ত, নতুন প্রভাতে—আলোর দেশে।
--------------------------------------------


০৩-১১-২০২৫

No comments:

Post a Comment