Tuesday, November 4, 2025

ভোটের হাওয়া

 ভোটের হাওয়া

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
************************************

এলো এলো এলো হে ভোটের হাওয়া,
পথ ঘাটে ময়দানে জাগে জনতার উৎসাহ।
শ্লোগানে শ্লোগানে উত্তাল বাংলার অলি গলি,
আমার ভাই, তোমার ভাই, ওমুক ভাই, ওমুক ভাই।

কে সত্য, কে মিথ্যে তার কোন বালাই নাই,
দলে দলে বিভক্ত, হার জিত যাই হউক।
আমার নেতা পবিত্র, যারে সাপোর্ট করে তারে নিয়েই মেতে উঠে,
একি বাংলাদেশ! একি গণতন্ত্র! যাচাই বাচাই নাই কোন।

হউক সে চাঁদাবাজ, দুর্ণীতিবাজ, লুটেরাজ,
দখলবাজ, সন্ত্রাসী, স্বৈরাচার, ফ্যাসিবাদ,
মববাদ, উগ্রবাদ, দেশদ্রোহী, নর ঘাতক, ভোটচোর—
মার্কা শুধু মার্কায় নাচে, ভোটের হাওয়ায় জনতা।


জনতা কি বুঝে কে যোগ্য, কে অযোগ্য?
চোখ বন্ধ করে নাচে, মানে যায় ভ্রান্তি-ভেলায়।
বাপ-দাদার স্বপ্ন ভাঙে মাটি-ধূলায়,
রাজনৈতিক খেলা হয় শুধু কাগজে-কলমে।

পথ ঘাটে ঝড় ওঠে স্লোগান, নাচে পতাকা,
চোখে নেই বিচার, নেই কোন অন্তর।
হাসে নেতা, হাসে অনুগামী,
ভোটের হাওয়ায়, সবাই ভাসে অন্ধকারে।

চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরাজ নাচে,
দখলবাজ, সন্ত্রাসী, স্বৈরাচার উল্লাসে।
মার্কা শুধু মার্কায়, ভোটের হাওয়ায় বিজয়ী,
জনতা হেসে ভোলে সব কিছু, সত্য-মিথ্যে মিলিয়ে।

হে ভোটের হাওয়া! তবই অদম্য উত্তাল,
জাগাও জনতার মনে বিদ্রোহের তান।
হাসি-নাচে লুকিয়ে আছে শাসক-নির্ভরতা,
চোখে পড়ে শুধু রঙিন কাগজের আশা।

এখানেও দেখা যায় বিভাজন, বিদ্বেষ,
দলবাজি, দলবিরোধ, নানান ছদ্মবেশ।
কিন্তু তুমি বল, হে ভোটের হাওয়া,
এই অন্ধকারে কি দেখা যায় কোনো আশা?

এতো দিন গেছে ঝড়-ঝাপটা,
তরঙ্গ-পীড়নে ভেসেছে জনতার মানস।
কিন্তু আজও নাচে তারা অচেনা নেতার পালে,
বিজয় মানে শুধু উল্লাস, বিচার ভুলে যাওয়া।

নিশান্তে সুবর্ণ-কান্তি নক্ষত্র যেমতি,
হে ভোটের হাওয়া, তেমনি দীপ্তি ছড়াও রাস্তায়।
অজ্ঞান জনতার অন্তরে তুমি প্রভা জাগাও,
নব নেতা, নব আদর্শ, নব প্রত্যাশায়।

দলবাজি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরাজ—
তাদের ছদ্মবেশে জনতা মেতে ওঠে।
স্বৈরাচার, ফ্যাসিবাদ, মববাদ, উগ্রবাদ,
সব কিছুর মধ্যে বাজে তোমার উচ্ছ্বাসী আলো।

হে ভোটের হাওয়া, তুমি কি শুধু উল্লাস,
নাকি সত্যের পথে অবিরাম বিদ্রোহী বাতাস?
জনতার মন জাগাও বিদ্রোহী সুরে,
বিজয় মানে শুধু আনন্দ নয়, ন্যায়ের পূর্ণ আলো।

নব ভোটের হাওয়া, হে জনতার প্রভা,
সততা, ন্যায়, বিদ্রোহ, আনন্দ—সব মিলে।
অন্ধকারে জ্বেলে রাখো নতুন সূর্য,
হাসি ফোটাও জনতার অন্তরে, ভবিষ্যতের আশায়।
---------------------------------------------------


০৪-১১-২০২৫

No comments:

Post a Comment