Tuesday, November 4, 2025

আত্মনির্ভরশীল হও হে নারী

 আত্মনির্ভরশীল হও হে নারী

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************

শুনো, শুনো নারী! আর নয় নতশির!
জাগো, জাগো নারী! দাও তোমার অস্তিত্বের গর্জন, হে নারী!
নিজেকে যোগ্য করে গড়ে তুলো, হে কণিকা!
বল নিজেকে—“আমি পারি! আমি পারি!”

বল নিজেকে—“আমি শক্তি! আমি জীবন!”
তুমি নও পরনির্ভরশীল! তুমি নও বন্ধনশীল!
পৃথিবীর অংশ তুমি, কোরআনের কথায়—ধার্মিক হলে সমান প্রতিদান মিলন।
তুমি যোগ্য অংশীদার, তুমি হুকুম দাও!

সামাজিক, রাষ্ট্রীয়, বিশ্বব্যাপী—সবক্ষেত্রে তুমি যোগ্য।
কেন হবে তুমি নির্যাতিত? চোখে অশ্রু ঝরে?
কেন হবে অসহায়? তালাকের পথে ভয় ধীরে ধীরে?
চোখের জল মুছে ফেলো! গর্জে উঠো মহিমায়!

বল নিজেকে—“আমি পারি! আমি পারি!”
যদি তুমি হেরে যাও, হেরে যাবে পরিবার, সন্তান, নারী!
তুমি নীরব নয়! তুমি অধিকার রক্ষক নারী!
তালাক মানেই তুমি নও নিঃশেষ! তুমি নও অবলা!

জিতলে তুমি—জিতবে নারী, জিতবে সন্তান, জিতবে অধিকার!
নিজেকে শিক্ষিত করো! জ্ঞানকে শক্তি দাও!
নিজেকে সমৃদ্ধ করো! নেতৃত্বের ছাপ ছড়াও!
নিজের অর্থ আয় করো! স্বাধীনতা হোক তোমার সাথী!

নিজের জীবন রচনা করো! সাহসের পথচিহ্ন ছড়াও!
ভয়, সীমা, পুরনো বাঁধন—সব ভেঙে ফেলো!
মহিলার লড়াই, শক্তি, নতুন দিগন্ত জ্বালাবে!
নিজের স্বপ্ন বুনো! নিজের আশা আলিঙ্গন করো!

যদি তুমি জাগো, যদি তুমি দাঁড়াও, নতুন ইতিহাস গড়াবে!
শুনো নারী! আর নয় নতশির!
জাগো, লড়ো, দাও নিজের ভবিষ্যৎ নির্মিশ্র!
তুমি পারো! তুমি জিতবে! আলোর রূপ হইবে তুমি!

আত্মনির্ভরশীল হও, হে নারী! সাহসের গভীর স্রূপ দাও!
নিজের পথ রচনা করো, ভয়কে চিরতরে দূরে ফেলো।
নিষ্ঠা, ধৈর্য, সাহস—নিজের অস্ত্র করো সব জ্ঞানেলো।
উত্তরণ তোমার হাতেই, নিজেকে করো বিজয়ী নারী।

আত্মনির্ভর হও, হে নারী, বিশ্বে ছড়াও তোমার শক্তি!
শুনো, শুনো নারী! আর নয় নতশির!
জাগো, জাগো নারী! দাও তোমার অস্তিত্বের গর্জন, হে নারী!
বল নিজেকে—“আমি পারি! আমি পারি!”
--------------------------------------------------


০৪-১১-২০২৫

No comments:

Post a Comment