Tuesday, November 4, 2025

প্রাণ ঢালা অভিনন্দন

 প্রাণ ঢালা অভিনন্দন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
প্রাণঢালা অভিনন্দন হে রিয়াজুল হান্নান!
কাপাসিয়ার গৌরব তুমি, বীরের সন্তান!
বিগ্রেডিয়ার হান্নান শাহের রক্ত তোর ধমনী,
ন্যায়ের শপথে জ্বলো—আলোয় ভরো ধরণী!

আজ জনতার মুখে ধ্বনি, ধ্বনি, ধ্বনি—
“ন্যায়ের প্রতীক এসেছেন, এসেছে নববাণী!”
বিএনপি হতে মনোনীত তুমি আজ,
আনন্দে মাতোয়ারা কাপাসিয়ার সাজ!

তুমি হও সাহস, তুমি হও ন্যায়,
অন্যায়ের মূলে আনো ভয়ঙ্কর ক্ষয়!
দুর্নীতির দানব চূর্ণ করো আজ,
চাঁদাবাজ-ঘুষখোর—সবাই হোক লাজ!

লুটতরাজের রাজ্যে জ্বালো আগুন,
তোমার হাতে ফুটুক ন্যায়ের বনধুন।
মিথ্যা মামলা, হয়রানির ছল,
জনতার কণ্ঠে আনো সত্যের বল!

দখলবাজি, দলবাজি—সব করো ছাই,
আশ্রয় প্রশ্রয়ে আর যেন না ঠাঁই!
সুদ-মাদক-ঘুষের শৃঙ্খল ভাঙো,
অন্যায়ের রাত্রিতে বজ্রের মতো ঢাঙো!

তুমি হও শাসক—কিন্তু নিরপেক্ষ বীর,
সত্যের সেনানী, অবিচল ধীর।
আইনসভায় বলো, “আমি জনতার ধ্বনি!”
ধর্ম, মত, বর্ণে আনো সাম্যের বাণী।

তুমি হও সকল ধর্মের, সকল জাতির,
তুমি হও উন্নয়নের রূপকার শির।
যোগ্য পিতার যোগ্য উত্তরাধিকার,
তুমি হও মুক্তির দীপ্ত অধিকার।

ত্রিশ লক্ষ শহীদের রক্তে ভিজে তব প্রাণ,
ইজ্জতহারা মায়ের অশ্রু তব গান।
তুমি হও মুক্তিযুদ্ধের চেতনার মশাল,
অন্যায়ের প্রাচীরে দাও বজ্রের কণাল!

জনতার স্বপ্নে তুমি দীপ্ত জ্যোতিষ্মান,
তোমার নেতৃত্বে জাগুক গর্বিত গাঁথান।
কাপাসিয়ার মাটি আজ তব নাম ধরে কয়—
“রিয়াজুলই ন্যায়ের পথে জয়!”

আজকের মনোনয়ন এক অঙ্গীকার,
তোমার হাতে জ্বালো আশার অগ্নিদ্বার।
তুমি জিতো ন্যায়ে, তুমি জিতো মান,
তুমি হও গৌরব, হে রিয়াজুল হান্নান!

জনতার ভালোবাসায় উঠুক ধ্বনি তীব্র,
অন্যায়ের দুর্গ হোক ছাই, নিঃশেষ বিভ্র!
তুমি হও আগুন, তুমি হও দিশা,
সত্যের পথেই হোক তোমার নিশা!

প্রাণ ঢালা অভিনন্দন, হে রিয়াজুল হান্নান!
তুমি হও বজ্রের, তুমি হও গান!
ত্রিশ লক্ষ রক্তধারা, মায়ের অশ্রু তোমার প্রাণ—
এই বিজয়ের প্রভাতে তোমায় জানাই প্রাণ ঢালা অভিনন্দন!
--------------------------------------------

No comments:

Post a Comment