মুসল্লি শুন্য ওয়াজের মাহফিল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
বাজে মাইকে সুরেলা সুর,
হুজুর কাঁদেন — “ফিরে এসো, ওহে নূরে-হায়াত, ওহে প্রাণের নূর!”
তবু মাঠে নেই কেউ, ফাঁকা চেয়ার সারি,
চাঁদের আলোয় নীরব আজ তাওহীদের বাজারি।
মঞ্চে জ্বলে রঙিন বাতি,
ওয়াজ শুরু হয় — তবু মুসল্লি নাহি।
এক পাশে চায়ের দোকানে মুখর গুঞ্জন,
ধোঁয়ার ছায়ায় হারায় ইমানের রওশন (আলোর ঝলক)।
মাইকে বাজে তাফসিরে কুরআন,
তবু মন পড়ে থাকে মোবাইলের দুনিয়ায় গিরফতমান।
নামী হুজুর, দামি ব্যানার, মহা আয়োজন,
তবু মুসল্লি? — গোনা যায় আঙুলে সেই গণন!
খুশবুতে (সুগন্ধে) ভরে চারিদিক,
মেহমান আসে, খায় — যায় নির্দ্বিধিক।
কেউ বসে না মঞ্চে, শোনে না বাণী,
তবু শেষে প্রশংসা — “মাশাআল্লাহ! ওয়াজটা ছিলো জানি!”
একদল এলে আরেকদল নাই,
ওয়াজেও আজ সিয়াসতের ছায়া পাই।
মঞ্চে মঞ্চে মুখের বাহার,
কে বড় আলেমে-দ্বীন, কে বড় নামধার?
ওয়াজের মাহফিল আজ যেন সাজানো মনজারাহ (দৃশ্য),
বক্তা আছেন, শ্রোতা নাই — এ কেমন বেজার রীতি!
তাওহীদের সুর পড়ে যায় ধুলায়,
আল্লাহর নামে আজ হাসির তুলায়।
হে প্রিয় মুসল্লি, কোথায় তুমি হারাও?
ওয়াজের মাঠে কেন চায়ের কাপে ডুবে যাও?
যে দিন ফিরবে হৃদয়ে ঈমানের তেজ,
সেদিন জেগে উঠবে মাহফিলে ইসলাম, মঞ্চ আর দেশ!
---------------------------------------------------------
০২-১১-২০২৫
No comments:
Post a Comment