Sunday, November 2, 2025

স্বাধীনতা একবার হারালে

 

স্বাধীনতা একবার হারালে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************

ওহে শুনো! স্বাধীনতা একবার হারালে —
বুকের আগুন নিভে যায় অন্ধকার জ্বালে।
রক্তস্রোত থেমে যায় লজ্জার ভয়ে,
বীরের জাতি ভিক্ষে চায় দাসের নয়নে।

মাটির গন্ধ তখন হয় পরদেশি,
নিজের ঘরে পরের শাসন, যেন বিষম খেসি।
জন্মভূমি কাঁদে তখন সন্তানহারা,
আত্মা জ্বলে, বিবেক মরে, বাঁচে শুধু কারা?

যারা রক্তে গড়েছিল স্বপ্নের দেশ,
তাদের গানে আজ কাঁপে কফিনের রেশ।
স্বার্থলোভে নেতা হয় মীরজাফর নতুন,
মিথ্যা বাণী বেজে উঠে সভার সংগীতন।

পদে পদে বেচে যায় দেশের মান,
চাঁদাবাজে ঢেকে ফেলে বীরের গান।
শিক্ষায় বিষ, ধর্মে কপটতা,
মানুষ মরে মানবতার অপচয়তা।

তবু একদিন ইতিহাস জাগে রণতূর্যে,
রক্তের ঘ্রাণে বাজে মুক্তির সূর্যে।
যে জাতি রক্তে গড়ে নিলো পতাকা,
সে আবার জ্বালাবে ন্যায়ের আগুনে আঁকা।

ওহে মানব! সাবধান এখনি তবে —
স্বাধীনতার মুল্য রক্তে লেখা সবে।
একবার হারালে — ফিরে আসে না সে,
চিরনিদ্রায় শোয় জাতি লজ্জার দেশে।
-----------------------------------------


০২-১১-২০২৫


No comments:

Post a Comment