Saturday, February 2, 2019

চুরি করতে চাই




                                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি চুরি করতে চাই, সেই ফুলকে চুরি করতে চাই
যে ফুলকে দেখেছি আমি ফোটে আছে ঐ
প্রতিদিন দেখি ,অপলক দেখি যাকে
কি এক অপরূপা সাজে চেয়ে আছে দিকে দিকে..
ভেলকুনিতে রেখেছি ফুলদানি..

আমি চুরি করতে চাই, সেই ফুলকে চুরি করতে চাই
যে ফুলকে দেখি আমি প্রহরে প্রহরে যাই
সেই ফুলে ছড়াবো আমি
এক প্রনয়ের যুদ্ধ ! এক মৈত্রির চুক্তি!

আমি চুরি করতে চাই, সেই ফুলকে চুরি করতে চাই ।
যাকে দেখি -রোজ দেখি
এ হৃদয়ের ফুলদানিতে…
----------------------------------------13-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment