-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
হৃদয়ের পাগলিটা আজ
কেমন যেন এলোমেলো
প্রতিদিনের মতো নেই
সাজানো গুছানো চুলগুলো ।
কন্ঠের তরঙ্গও জমে
গেছে
ঠোঁটের কমলা রঙটাও
নেই, মুচকি হাসিটাও নিভেগেছে
কপালের ভাঁজে ভাঁজে
যেন এক পুলকের ছাপ
সারা অঙ্গে ভেসে উঠেছে
আঘাতের চিহ্ন !
হৃদয়ের পাগলিটা আজ
কেমন যেন এলোমেলো !
কি এমন হলো –
একটু বলো!
তোমার সৈনিক যে ব্যাকুল
হয়েগেছে, হৃদয়ে ঝড় উঠেগেছে.
প্রচন্ড ঝড় !
এরূপ তো আগে কখনো
দেখেনি
তবে কি সেই যুদ্ধে
তুমি আহত?
হৃদয়ের পাগলিটা আজ
কেমন যেন এলোমেলো.
শরীরের ভাঁজে ভাঁজে
জেগে উঠছে যুদ্ধের চিহ্ন গুলো ।
-----------------------------------------15-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment