-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
এক স্বর্গিয় পুলকে
ড্রিম বাতিটা জ্বলছিল !
হালকা গোলাপী রঙে
হাসছিল চৌ দেয়ালের সীমানা
শিরা উপশিরার ডানাগুলো উড়ছিল,
বিরতিহীন উড়ছিল শীতল শিঁশিরে
চেতনার ষ্ট্যানগুলো
একা একা দাড়িয়ে –
ঠাঁই দাড়িয়ে অপলক
খোঁজছিল
আশ- পাশ কেউ নেই
নিঝুম রাত্রি !
একা একা জেগে আছে -জেগে আছে বিছানার বুকটা
সজ্জিত গায়ে ফুলের
তোড়া হাতে
বালিশের কাছা কাছি
কেউ..
খুব কাছাকাছি কেউ…
ঢের টের পেলাম
স্পর্শ্ করতেই দেখি
-সেই কালির দোয়াত
যার প্রহরে ছিলাম
এতকাল…
অপূর্ব্ ঢঙ্গে
জেগে উঠল কবির সুপ্ত
কলম
রচিত হল এক কবিতা- নব যাত্রা ।
----------------------------------------
15-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment