----------মোঃ
আমিনুল এহছান মোল্লা
বঙ্গ বন্ধুর
স্বাধীন দেশে;
আইন কানুন
সর্বনেশে ।
কেউ যদি তা প্রতিবাদ করে;
আইনের সৈনিক
এমনি ধরে ।
ক্ষমতা বলে
হয় বিচার;
দুর্ব্ল হলে
দন্ড তার ।
শক্তি যার
পায় আগে;
আইন কানুন
নাহি লাগে ।
আইনের সৈনিক
বিনটিকেটে ,
গাড়ী ঘোড়ার
নিত্য পিঠে ।
আইন কানুন
নস্যি ঝাড়ে,
ন্যায্য দফা
পিষিয়ে মারে ।
স্বার্থের
যদি ভিত্তি নড়ে;
বন্দুক নলে
গুলি ছুঁড়ে ।
কেউ যদি মাথা
গজায়;
টেনে হেঁচরে
তারে দমায় ।
অফিস আদালত
ঘুষ চায়;
টাকা দিলে
কাজ পায় ।
খুঁচিয়ে
পিঠে গুঁজিয়ে ঘাড়;
গরীব দুঃখী
খায় মার ।
নিম্ম শ্রেণী
যেদিক তাকায়;
ষ্টিম রোলার
ডানে বাঁয় ।
কর্তার কাছে
খবর ছোটে;
মূর্খ্ জন
লাফিয়ে ওঠে ।
রাত্রি দুপুর
হাঁপিয়ে চলে;
দিবস শেষে
নিজকে ভুলে ।
মার্কা শ্লোগান
শুনিয়ে তাকে;
দলের শুলে
ঝুলিয়ে রাখে ।
ভ্রান্ত তেলে
মাথা ঘষে;
পক্ষ বিরোধী
একই দোষে।
স্বাধীন দেশে
রাত দুপুরে
আইনের রাজা
ঘুমের ঘোরে ।
সামনে আজ
শূন্য খাতা;
মানবধিকারের
সকল পাতা ।
--------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
***************
No comments:
Post a Comment