শ্রেষ্ঠ সম্পদ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া ,গাজীপুর।
**********************************
পৃথিবীর ধন-সোনা, হীরা, রূপা যত,
সবই তুচ্ছ, যদি শিশু না হয় হৃদয় জগত।
আদর্শ সন্তানই পিতা-মাতার শ্রেষ্ঠ সম্পদ,
সেই ছোট মনেই লুকানো থাকে আনন্দের প্রদ।
শিশু যেন বীজ, ফোটে প্রজ্ঞা, ন্যায়ের আলো,
নির্ভুল পথে চালাও, দেখাও নৈতিক শোল।
নৈতিক শিক্ষা দাও, অসৎ সঙ্গ হতে দূরে রাখো,
সন্তান হোক আদর্শ—ভালো, সত্য, সততার আঁখো।
সোনা, হীরা, বাড়ী, গাড়ী—সবই ফিকে,
শিশুর শিক্ষা, ভালোবাসা ছাড়া তুচ্ছই মিথ্যে।
হাসি খেলুক তার কানে, বাজুক শিশুর গান,
শুদ্ধি, প্রেম, সততা ভরে উঠুক তার প্রাণ।
শিশু যদি হয় আদর্শ, গর্ব হোক পিতা-মাতার,
সদাচার, দয়া, জ্ঞান, ন্যায়—ভরা হোক তার কাহার।
অসৎ বন্ধু, ভ্রান্ত পথ থেকে দূরে রাখো তাকে,
সততার আলোয় হোক সে পথিক, সত্যের দ্যুতি মেখে।
এই আদর্শ সন্তানই প্রকৃত ধন, প্রকৃত সম্পদ,
পৃথিবীর সব ধন-মালা মিলেও যে থাকে খালি নদীর স্রোত।
কারণ পিতা-মাতার চাওয়া, জীবনের পরম আশা,
সন্তান হোক ভালো, শিক্ষিত—সেই হবে সত্যিকারের ধনকথা।
----------------------------------------------------
No comments:
Post a Comment