Thursday, October 30, 2025

চির সবুজ প্রাণ

 চির সবুজ প্রাণ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************************

প্রবীণ তবু নবীন সে প্রাণ, জ্বলে দীপে দীপে আলো,
মানবতার মহীরুহ তুমি, হে আল্লাহর প্রিয় বান্দা ভালো!
রাওনাট তোর নাম গেয়ে যায়, পাখি পাখি গানে,
আলী আজগর ভূঁইয়া তুই, প্রেরণা শত প্রাণে।

  অগ্রপথিক রে বন্ধনের দল,
  জোর কদম চল রে চল॥

যেখানে মাটি রৌদ্রে পোড়ে, সেখানেই তুই ছায়া দিস,
নব ঊষার রবি হয়ে, তুই আঁধারে রং ঢালিস।
তোর করুণ হিয়া শিরায় বয় নবীনতার তেজ,
আলী আজগর ভূঁইয়া রে, তোর দানে ভিজে দেশ।

  বন্ধন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তল,
  জোর কদম চল রে চল॥

বছর গুনে সময় গেলেও তোর রক্তে জোয়ার আছে,
তোর হৃদয়ের সুরে বাজে, রহমতেরই বাজে।
আলী আজগর ভূঁইয়া তুই, প্রেমে নবীর ধ্বনি,
মানবতার অগ্রসেনা, তোরই জাগে বাণী।
  রক্তে নবীন নব আতল,
  চিরসবুজ প্রাণ অবিচল॥

তোর দোয়া ছায়া মেলে গ্রামে, মাঠে, গৃহকোণে,
তোর মতো মানুষই গড়ে দুনিয়া ঈমানের সোপানে।
কোরআনের বাণী বুকে তুই, সুন্নাহর পথে চলো,
আলী আজগর ভূঁইয়া রে, তুই নব নব আলো।
  ও নবদূত রে কল্যাণদল,
  জোর কদম চল রে চল॥

প্রভাত-আলোয় মুখে তোর হাসি, রৌদ্রে দীপ্ত চোখ,
তুই যে আলেয়া পথিক রে, নব প্রেরণার লোক।
প্রবীণ বটে, তবু মনে তোর, শিশির ঝরা সকাল,
আলী আজগর ভূঁইয়া তুই, নবজাগরণের কাল।
  হে পথিক রে অমল অবিচল,
  জোর কদম চল রে চল॥

আল্লাহ তোর জীবন করুক আরও উজ্জ্বল দীপ্ত,
সদকা-এ-জারিয়ার কর্ম তোর হোক অনন্ত নিত্য।
যেন কেয়ামত পর্যন্ত বাজে তোর কাজের ধ্বনি,
হে চিরসবুজ প্রাণ, আলী আজগর ভূঁইয়া, তোরেই গানে গুনি!
  নবজীবন রে বন্ধনদল,
  অগ্রপথিক রে সেবকদল,
  জোর কদম চল রে চল॥
-------------------------------------------


No comments:

Post a Comment