Thursday, October 16, 2025

অর্থপাচার

 

অর্থপাচার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************

রাজনীতিবিদ টুপি পরে, বলে—“দেশ আমার মা!”
রাতে ডলার উড়ে যায়—লন্ডন–দুবাই–জা!
দেশে বলে—“জনসেবা!”, বিদেশে সুটবুট তার,
বিবেক ঘুমায়, ব্যাংক জাগে—অর্থপাচার! অর্থপাচার!!

আমলা হাসে ফাইল হাতে—“নিয়ম মেনে সব!”
ঘুষের গন্ধে নীতি মরে, টেবিল কাঁপে রব।
হিসেব মেলে গোপন ঘরে, সিন্দুক খোলে দ্বার,
দেশে আলো, মনে কালো—অর্থপাচার! অর্থপাচার!!

ব্যবসায়ী গায়—“দেশের তরে!”—চালে ফাঁকি ঢাকে,
ট্যাক্সের ছিদ্র, স্বার্থ খেলা, শেয়ারবাজারে ফাঁকে।
“দেশপ্রেম আমার মূলধন”—বলে মুখে হুলস্থূল,
তবু টাকায় মাপে দেশ—বিবেক তার কূলহীন কূল!

পেশাজীবি, নেতা, শিক্ষক—সবাই নীতির জার,
বলে—“দেশ বাঁচাও”—নিজে খায় ঘুষের অমৃতধার!
ছাত্র শেখে, “সত্য কঠিন”, কিন্তু দেখে আর—
সত্য বিক্রি যায় বাজারে—অর্থপাচার! অর্থপাচার!!

বিচারকও ন্যায়ের নামে দেয় রায়ের সাজা,
বিচার ঘুমায় ফাইলখানায়, চোখে ঘোরে তাজা!
আইন বলে, ন্যায় বলে—সবই কথার ভার,
দেশের প্রাণে মরে প্রেম—অর্থপাচার! অর্থপাচার!!

মোল্লা বলে—“ধর্ম রক্ষা কর, মিথ্যে বলিস না!”
তবু সোনার চেইনে জপে সে—“লাভটা কত না?”
দেশপ্রেম এখন কৌতুকময়, মুখে বুলি ভার,
হৃদয়হীন প্রার্থনায়ও—অর্থপাচার! অর্থপাচার!!

-------------------------------------------------------

No comments:

Post a Comment