বন্ধুর প্রভাব
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
********************************
বন্ধুর প্রভাব হোক ইমানের আলো,
হৃদয়ে বাজুক দাওয়াতের মধুর ছলো।
বন্ধুর সাথেই চলা হোক আলোর ঝলকেল,
নেকির পথে জীবন হোক প্রতিদিনের খেল।
সত্যি বন্ধু ডাকে খোদার পথে,
মিথ্যা বন্ধুর ছায়া দূরে থাক হিয়েতে।
নেকি দিয়ে পথ চলা, রহমত হোক সাথী,
বন্ধুত্ব হোক সালাহ-এর আলোতে স্থায়ী।
হৃদয় জাগুক দরুদ, ভরে উঠুক দয়া,
বন্ধুর সাথেই জীবন হোক আখেরাতের পাক।
যেখানে সত্যি বন্ধু, সেখানে আছে বারকাহ,
নেকী আর সাহচর্য ছড়ায় আলোর আলোয়।
বন্ধুর সাথে কথা হোক হিকমাহ ও সত্যে,
প্রিয় বন্ধুর ছোঁয়া দূর করে দুঃখের ময়দানে।
মিথ্যা বন্ধুর প্রভাব থেকে মুক্তি পেতে শিখো,
সত্যি বন্ধুর সাথে থাকুক হৃদয় ভরে নূর।
বন্ধু হোক মুহাব্বতে ভরা, পথে চলুক পথচারি,
সাথে চলুক শুকরানাহ আর দোয়া, আলোকরেখায়।
বন্ধু হোক প্রেরণা, নেকি হোক সাথী,
আলোর ছায়া নিয়ে কাটুক প্রতিটি রাত হরাশি।
বন্ধুর প্রভাব হোক ইমানের আলো,
হৃদয়ে বাজুক দাওয়াতের মধুর ছলো।
বন্ধুর সাথেই চলা হোক আলোর ঝলকেল,
নেকির পথে জীবন হোক প্রতিদিনের খেল।
----------------------------------------------
No comments:
Post a Comment