কিবলা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
ওরে ও মুসলিম, বলতে পারিস কোন সে পথ তোর
নামাজ পড়ে মুখ ফিরিয়ে কা‘বার দিকে রে তোমার।
বাতাসে বাজে জিকির, পাথরে ঝরে নূরের ছায়া,
মসজিদুল হারামের দিক দিয়ে ভেসে আসে আলোর ব্যায়া।
মা আয়েশা দেখিয়েছিল নবীজীর পা ধোয়া যথা
নামাজের পথে হেঁটে যেত, রেখেছিল রুহের আলোতর।
প্রথম আজান ভাঙল ঘুমের ঘোরে,
মুখ ফিরল কিবলার দিকে—হৃদয় ভরে নূরের সুর।
হায় রে মদিনার পথ, শিশুর খেলা, পাথর-কুচি, খেজুর বন
নবীজীর পদধ্বনি ছুঁয়েছে মাঠের ধূলা—হৃদয় নীরব মন।
দূর দেশেও শোনায় কিবলার ডাক,
আল্লাহু আকবার ধ্বনি বাজে, নামাজে ভরে প্রাণের পাখি।
পাহাড়ের ঝর্ণা-তীরে মেষ চরাতেন নবী
মাসুম শিশুর মতো হাসতেন, দুনিয়ার জন্য আলোয় ভরে হুই।
মুখ ঘুরে কিবলার দিকে, সবার মিলন এই জায়গায়
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম—নূরের ছায়া ছড়ায়।
কিবলা, কিবলা—নূরের দিশারী
মুখ ঘুরিয়ে দাও, দুনিয়ায় আলোর বারি
ইয়া আল্লাহু, হেদায়াত দাও
সালাতের মাঝে হৃদয় ভরে নূরের ছায়া ছাও।
----------------------------------------------
No comments:
Post a Comment