Sunday, October 12, 2025

আসন্ন বিপ্লবী

 

আসন্ন বিপ্লবী

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*************************************

আসন্ন বিপ্লবী! জাগো, চেতনান্বিত মন,
শোষণের আঁধারে হাসে শাসকের কপট চোখ।
জুলুমের ছায়া ভরে নিঃশ্বাসে ভয়,
তবু হৃদয় জ্বলে, অগ্নি-প্রবাহে।
স্বৈরবের কুঠুরি ভেঙে উঠে উদ্যম,
আসন্ন বিপ্লবী!


জেল-জুলুম, হুলিয়া, দমন-প্রহর,
নিশ্ছিদ্র রাত ভরে আতঙ্কের স্রোত।
তবু লুকোনো নেই উদ্যমের দীপ্তি,
পাথর-পাতা, মাঠ-নদী—শব্দ হয়ে ওঠে প্রতিবাদ।
শোষকের কুঠুরি কাঁপুক,
আসন্ন বিপ্লবী!

রক্তের ঝড়ে ভেজে প্রতিটি পথ,
ধ্বংসের মাঠে জন্মে নতুন প্রতিজ্ঞা।
অসীম আকাঙ্ক্ষা, স্বাধীনতার আহ্বান,
যুবসমাজের তেজে মিশে শক্তির স্রোত।
শোষণের দালাল হাহাকার করুক,
আসন্ন বিপ্লবী!

শৈলের চূড়া, পাহাড়ের বুক, নদীর পাথর,
সবুজ পাতায়, বাতাসে, সূর্যের আলোতে,
নিশ্বাসে নিশ্বাসে জাগে ক্ষোভ ও প্রতিরোধ।
হুলিয়া, জেল, প্রহর—সব বাধা ভেঙে,
নতুন দিনের সূচনা, মুক্তির আলো—
আসন্ন বিপ্লবী!

মোতির ঝলক নয়, রামধনু নয়,
কেবল দমবন্ধ করা চিৎকার,
নির্যাতিতের আহ্বান, উদ্দীপ্ত শক্তি।
প্রতিটি পদক্ষেপে নাড়া দেয় স্বৈরবের স্তম্ভ,
এই ক্ষোভ, এই সাহস, এই তেজ—
আসন্ন বিপ্লবী!

-----------------------------------------

No comments:

Post a Comment