Wednesday, October 22, 2025

নারীর অধিকার

 

নারীর অধিকার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************


নূর-এ-হক থেকে এলো আলো,
জুলমের বন্ধন ভেঙে খোলো;
ওলাকাদ কররমনা বানী আদাম,
বলেছে কোরআনের বাণী,
নারীও মর্যাদার প্রাণী। 



হে বোন, তুই জান্নাতের ফুল,
রব দিয়েছে তোর মুখে নূরের কুল।
আর রিজালু কাওয়ামুন আলান নিসা,
নেতৃত্ব মানে নয় জুলম বা সা;
দায়িত্বে আছে প্রেম ও দয়া,
ইসলামের পথে সবার মায়া। 



তুইও পেতে পারিস হক্কের মিরাস,
লিল রিজালি নাসিবুন, ওয়াল নিসাই নাসিবুন,
বলেছে কোরআনের আভাস।
তোর পরিশ্রম, তোর মেহনত ফল,
রবের দুনিয়ায় তোরই দোল। 



বিবাহে আছে মোওয়াদ্দাহ ও রহমাহ,
মহব্বত ও রহমা — প্রেম ও করুণা।
স্ত্রী নয় দাসী, সে হিফাজতের চাঁদ,
তারই দো‘আয় শান্তি পায় ঘর-বাঁধ। 



খাদিজা, আয়েশা, উম্মে আসমা নাম,
ইমানের পথে দিলো প্রাণ ও সালাম।
মু’মিনাতুন সাদিকাতুন, দীপ্ত বানী,
সত্য নারীর ত্যাগে জ্বলে কোরআনের পানি। 



ইলমের রাহে চল হে বোন,
ইলম ও আদব কি রাহে চল,
জ্ঞান ও শরাফতের তোর মন,
নূর-এ-ইলমে তুই রতন। 



ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম,
বলেছে কোরআনের মূল হুকুম;
পরহেজগার যার অন্তরখান,
আল্লাহর কাছে তারই মান। 



না নারী হীন, না পুরুষ মহান,
উভয়ই রবের সৃষ্টি এক জান।
আদল ও ইনসাফে রাখো মন,
ইসলাম শেখায় — ন্যায় প্রেমে জীবন। 


হে আল্লাহ, দাও তুই নূর ও হেদায়াত,

নারী রাখো তুই ইজ্জতের সাথ।
দুনিয়া জুড়ে ছড়াক সুবহান নাম,
নারীর অধিকার — ইসলাম-এর কাম। 

-----------------------------------------------

No comments:

Post a Comment