Sunday, October 12, 2025

দুর্ণীতির মঞ্চ

 দুর্ণীতির মঞ্চ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************

হুমুনিয়া হুমুনিয়া! হাহাকার ভারি,
এইখানেতে লোভ আর ভয় ভারি,
ক্ষমতা মসনদের হাত ধরে
দোতলা কক্ষে ছায়া মিশে চেয়ে।

বাঁক সমুখে, সামনে ঝুঁকে,
স্বার্থের খেলা চুরি আর চাটুকারে ঢুঁকে,
বুক টানে, খাতা খুলে –
লুট, খুন, চাঁদাবাজি, কোপে কোপে খেলা।

সোনার হাড়-বেরুনো খেজুরগুলো
জায়গা করে নিয়েছে ধনীরা,
নাচে তারা গোপনে শহরের কোণে,
লোক দেখলে থমকে যায়, চুপচাপ ঘরে।

জমজমাটে ক্রমে ছায়ার খেলা,
ধোঁয়ায় ঢাকা সব ধন-অন্ধকার,
কোণার আলোয় দেহগুলো ফিরছে
স্বার্থের পাছে, পেছনের দরজা দিয়ে।

দখলবাজ, চোর চাটুকার,
গুম, খুন, লুটতরাজ,
ফ্যাসিবাদ, মববাদ –
দুর্ণীতির মঞ্চে সকলের খেলা।

প্রতিটি নিঃশ্বাসে গন্ধে ভরা,
অন্যায়ের উৎসব, নীরব দর্শক দেখে,
হাহাকার আর হাসি মিশে
মঞ্চে ভেসে ওঠে লোভ ও ক্ষমতার কাহিনী।

------------------------------------------------

No comments:

Post a Comment