Sunday, October 12, 2025

ওহে নূরের কোরআন (গজল)

 ওহে নূরের কোরআন (গজল)

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************

ওহে নূরের কোরআন আল্লাহর বাণীওয়ালা,

যাঁহার অক্ষরে আছে নূরের উজালা।।

রহমতের বারতা নিয়ে নামিল যিনি আসমানে,
মানবের মুক্তির দিশা দিলেন কুরআনের তানে,
হেদায়েতের পথ দেখায় যে নিভৃতে-নিভালা।।


কালবের দাহনে সান্ত্বনা যে আনে,

অন্ধ হৃদয়েও জ্বালে ঈমানের প্রাণে,
পড়লে মুছে যায় অন্তরের জ্বালা।।


আয়াতে আয়াতে রহমত ধারা বয়ে যায়,

যে পড়ে সে পায় তৌহিদের মহিমায়,
এই কিতাবে লুকায়ে খোদার নিরালা।।


পাপে মগ্ন ধরা যবে তলিয়ে যায় আঁধারে,

কোরআন ডাকে — ফিরো, করো নামাজে সজগ সাবধানে,
আল্লাহর বাণী এই, চির সত্যর তালা।।

---------------------------------------------------------

No comments:

Post a Comment