Thursday, October 16, 2025

পাতি নেতার উৎপাত

 পাতি নেতার উৎপাত

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***************************

পাতি নেতা হাঁটে, রাস্তায় ধুলো উড়ায়,
মানুষ ঘরে লুকায়, ভয়ে পোঁকে ছড়ায়।
কিশোর গ্যাং মাঠে লাফায়, ঘাট দখল ছড়ায়,
চুরি ডাকাতি, রাহাজানি—সবই বড় খেলা।

দোকানদার চেঁচায়, “ওহে! টাকা দিতে হবে!”
নেতার হাসি মধুর, ভিতরে বিষ, ছল, ধূর্ত।
চাঁদাবাজি বাড়ে, বাজারে, ঘাটে, রাস্তায়,
অফিস আদালত চুপ, ন্যায় ফাঁদে পড়ে ফাঁদে।

মেয়েরা কান্নায় ভিজে, ছেলে শিখে হিংসা,
পাথরে, রাস্তায়, খেলার মাঠে—তাণ্ডব অবিরাম।
পাতি নেতার পদধ্বনি—ঝাঁঝালো কৌতুক, মানুষ ভীত,
অপমান, অপদস্তি, গরিবের ঘরে হাসি হয় ব্যঙ্গ।

কিশোররা চুরি ডাকাতি শিখে, নাচে নাচায়,
দখলবাজি, চাঁদাবাজি—নিত্য দিনের চমৎকার খেলা।
আইন ফাঁদে, ন্যায় নিভে যায়, সত্য লুকিয়ে থাকে,
নেতার পা রাখে, কেউ বাঁধা দেয় না, হাস্যকর দৃশ্য।

রাতের ছায়ায় গাঁও ভেসে যায় ধোঁয়ায়,
সব আশা ভাঙে, চোখে অশ্রু জমে।
পাতি নেতার উৎপাত—হাসি, লজ্জা, ছল,
তবু হৃদয়ে লুকায় আশা—সত্যের আলো একদিন জ্বলে।

--------------------------------------------------------

No comments:

Post a Comment