Monday, October 27, 2025

আইনজ্ঞ ও সেবক

 আইনজ্ঞ ও সেবক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************************

শিরোনাম: মোঃ ইমাম হোসেন

পূর্ণ নাম: মোঃ ইমাম হোসেন

পিতার নাম: মোঃ আব্দুর রহমান

মাতার নাম: নূরজাহান বেগম

গ্রাম: রায়েদ

পোস্ট অফিস: রায়েদ

ইউনিয়ন: রায়েদ

থানা: কাপাসিয়া

জেলা: গাজীপুর

শিক্ষাগত যোগ্যতা:

এস.এস.সি (1987): ইউনিয়ন হাই স্কুল, হাইলজুর

এইচ.এস.সি (1989): গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ

বি.এ (1992): গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ

এল.এল.বি (2010): BUBT, মিরপুর, ঢাকা

এম.এ (2012): উত্তরা বিশ্ববিদ্যালয়, ঢাকা

পেশা ও দায়িত্ব:

পদবী: সহকারী সচিব (Admin-4)

সংস্থার নাম: আইন মন্ত্রণালয়, আইন ও সংসদ বিভাগ

পদস্থাপন: বাংলাদেশ সচিবালয়, রমনা, ঢাকা

সামাজিক ও প্রতিষ্ঠানগত অবদান:

প্রতিষ্ঠাতা ও সভাপতি: কালদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, রায়েদ, কাপাসিয়া, গাজীপুর

হবি: সামাজিক কাজ

যোগাযোগ:

মোবাইল: 01712529835
***************************************************************************
আইনজ্ঞ ও সেবক
------------------------------------------
রায়েদ গ্রামের সন্তান, গাজীপুরের গর্ব চির,
পিতা আব্দুর রহমান, মাতা নূরজাহান — স্নেহের পির।
কাপাসিয়ার কৃতি সন্তান, সততায় ভরা প্রাণ,
আইনের দীপ জ্বালায়, ন্যায়পথে অটল মান।

আইন মন্ত্রণালয়ে সহকারী সচিব, দায়িত্ব মহান,
প্রতিটি নথি, প্রস্তাবনা — নিখুঁত তার মানবিক মান।
সংসদে আইন প্রণয়ন, ন্যায়বিচারে দিশা দেখান,
প্রজ্ঞা ও সততায় সমাজে ছড়িয়ে দেন অমল আলোযান।


কিন্তু শুধু পদে নয়, মানবসেবায় অনন্য প্রহরী,
দরিদ্র, অসহায়, শিশু, বৃদ্ধ — পাশে দাঁড়ান চিরপ্রাণ সহকর্মী।
রায়েদ কালদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, তার সেবা-প্রয়াস,
শিক্ষা, ধর্ম, মানবতার আলো ছড়ায় নবীন প্রজন্মের অন্তরবাস।

সামাজিক কাজ, মানুষের কল্যাণ — তার হৃদয়ের মূল সুর,
দুর্যোগে সহায়তা, দান ও প্রেরণা — ছড়িয়ে দেয় নূরে পুর।
আইনজ্ঞ ও সেবক — সততা ও দানের অনন্য মিলন,
জীবন তার উদাহরণ হয়ে থাকে, সমাজে দীপ্তি অমল অন্বেষণ।

কাপাসিয়ার গর্ব, দেশের অহঙ্কার,
ন্যায় ও সেবার মিলনে — জীবন তার এক মধুর স্বর।
মোঃ ইমাম হোসেন — নামের সাথে গাঁথা সততা ও দান,
দেশ ও সমাজে তার প্রতিফলন, চিরস্মরণীয় এক প্রাণ।
-------------------------------------------------


২৭-১০-২০২৫

No comments:

Post a Comment