Thursday, October 30, 2025

মানব সৃষ্টির রহস্য

 মানব সৃষ্টির রহস্য

কলমে: মোঃ আমিনুল এহছান মেল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************

হেরিনু নীরব নক্ষত্রে, চিররাত্রির কোলে,
যেন ধূলি-কণার ভিতর জ্যোতি নাচে দোলে,
সেই ধূলি—মাটি—কাঁদা—মধুর সুরের তলে,
রচিছে স্রষ্টা গোপনে মানুষ-আকৃতি বলো কে?
বলে ফেরেশতা—“খলিফা হবে এ যে নব জনে!”

আল্লাহ কহিলেন—“আমি জানি, যা জানো না তোমরা,
ধূলিরে দিব প্রাণ, রূহ ফুঁকিবে আমার শ্বাসে ধরা;”
শ্বাসে উঠিল জীবন, কম্পে ধূলি-কণা,
জাগিল আদম, দীপ্ত মুখে নব আলোক-জ্বালা।
সেই ধূলি আজ মানুষ—জ্ঞান-তরঙ্গে ভরা!

পূর্বে ছিল সে নূতফা, বীজবিন্দু ক্ষুদ্র,
তারপর আলাকা, রক্তবিন্দু গাঢ়,
হইল মুদগা, মাংসের মতো চিবানো দেহ,
তারপর হাড়ে মাংস, সৌন্দর্য পেল সে বেহেশ্‌ত।


সেই ধূলি-মাটি হইতে আজ মানব রূপ,
রূহে ভরিয়া দিলেন আল্লাহ—জীবন-স্বরূপ।
বলে উঠিল স্রষ্টা, “সেজদা করো এ প্রাণে!”
সব ফেরেশতা সেজদায় নত হ'ল সম্মানে,
একটি মাত্র ইবলিস ফিরিল অহংকারে ধূপ।

বলিল—“আমি অগ্নির, ও ধূলির গড়া,
কেন করিব সেজদা ঐ কাদামাটির পুতুলে?”
তখন হুকুম এল—“নেমে যা অভিশাপে,
রহিবি চিরকাল বিভ্রান্তির কুলে,
আর আদম হবে আমার প্রতিনিধি ধরা।”

তখন এলো জান্নাতের আহ্বান, হাওয়ার সৃষ্টি হইল,
এক প্রাণ হইতে অন্য প্রাণ উদ্ভাসিত রইল;
একই উৎস, এক রূহ, এক প্রেম-নির্ঝর,
তাই বলে কোরআন—“সব মানুষ এক আত্মার।”


আল্লাহ বলিলেন—“আমি জিন ও মানুষ সৃষ্টি করিনি,
তারা যেন আমার ইবাদত করে, এই আমার গুণিনী।”
তবু মানুষ ভুলে যায়, নফসের তাড়নায়,
ভালো-মন্দের যুদ্ধে হারায় বিবেকের মহিমায়—
এই তার পরীক্ষা, এই তার সৃষ্টির মানিনি।

সৃষ্টি রহস্য তাই—ধূলি, রূহ, ও দায়িত্ব,
খোদার প্রেমে জাগে মানবের অভিষেক;
দেহে মাটি, মনে আলো, রূহে নূরের সিঁড়ি,
জান্নাত-স্বপ্নে জেগে উঠে মানব-জীবনের নীতি;
প্রেমে ও প্রার্থনায় খুঁজে ফেরে আপন ঠিকানার দিক।

মাটি ও আত্মার এই অমৃত-সম্মিলনে,
মানুষ হলো বিশ্বমাঝে খলিফা অম্লান বনে;
যতদিন নিশ্বাস, ততদিন ইবাদতের পানে—
জীবন রহস্যে বাজে আল্লাহর মহান টানে।
হে মানুষ! চিনে নাও নিজেকে, তব প্রভুর আহ্বানে।
---------------------------------------------------------


৩০-১০-২০২৫

No comments:

Post a Comment