Thursday, October 16, 2025

কি যুগ এলো ভাই

 কি যুগ এলো ভাই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

********************************

অপমান–অপদস্ত শহরে, কেউ প্রতিবাদ করে না
শিক্ষক চুপ, শিক্ষিকা ভয়ে মুখ বন্ধ
মুক্তিযোদ্ধা হাঁটে, মাথা নত করে
নেতা হাসে লোভে, নেত্রী চোখে আঁচিল

হুজুর প্রার্থনায়, কেউ প্রতিবাদ করে না
কবি ব্যঙ্গ করে, লেখক চিৎকার করে
ইতিহাস দগ্ধ, ঐতিহ্য নিপতিত পড়ে
ফেসবুকে চিৎকার, কেউ প্রতিবাদ করে না

চাঁদাবাজি, ঘুষ, আদালত বিক্রি চলছে
শিশুর অধিকার নষ্ট, পথের ধুলোয় নিপতিত
গীবত বেড়ে, শত্রুতামি সমাজে ছড়িয়ে
অপমান–অপদস্ত, প্রতিহিংসার খেলা চলছে

শাসকের চোখ বন্ধ, লোভে মগন চিত্ত
মানবতার দীপ নিভে, অশ্রু ঝরে শহরে
শিক্ষক–শিক্ষিকা চুপ, ইতিহাস চুপ থাকে
মুক্তিযোদ্ধা রুখে, নেতা–নেত্রী সাহস রাখে

তবু কেউ উঠে, ব্যঙ্গ করে সমাজে
বল ভাই, কি যুগ এলো, মানুষ ভুলে যায়নি
অপমান–অপদস্ত, কেউ প্রতিবাদ করে না
মানবতার দীপ জ্বলে, সমাজে আশা জাগে

শহরে চুপ, গলি ভয়–শূন্য সাড়া
অপমানের ঢেউ ভাঙে, কেউ নয় সাহসী
হৃদয় দগ্ধ, মুখে নীরবতার আবরণ
তবু সত্যের শিখা জ্বলে, কেউ লজ্জা পায় না

বিদ্রোহী গান বাজে, গলি–শহর ঝাঁকে
মানবতা উঠে, চিৎকার করে, খুঁজে মুক্তি
শাসক তলব, চোখে আঁচিল, বিদ্রোহ জ্বলে
বল ভাই, কি যুগ এলো, বলো, কেউ দাঁড়াও!

---------------------------------------------------------

No comments:

Post a Comment