বিপ্লবীর রক্ত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
শুনো হে শুনো, বিপ্লবীর রক্ত বৃথা নেই|
প্রবাহিত হয় স্রোতে, ভেসে যায় অন্ধকার সব|
উঠো হে বিশ্বের বিপ্লবী প্রাণ, বলো বিজয় ফুটবে|
পদপথে মিলিবে শাসকের অবনতি, ভাঙুক শৃঙ্খল|
অপমান শিক্ষকের নয় সভ্যতার প্রতিধ্বনি|
নয় স্বাধীনতার প্রতীক, জাগো হে বিপ্লবী প্রাণ|
ঝড় উঠে আকাশে, নদী বয়ে চলে উগ্র স্রোতে|
পাহাড় গর্জে ওঠে, দূরে শোনা যায় বিদ্রোহ ডাক|
ডালপালা দুলে বাতাসে, ঝরনায় ঢেউ ভাঙে তীব্র|
অন্ধকার ভেদ করে আলো, চোখে জ্বলে দীপ্তি, হৃদয়ে আগুন|
পাহাড় নাড়ে দূরে, নদী জেগে ওঠে উজ্জ্বল আলো|
পাখি ডাকে অচেনা সুরে, বিদ্রোহের সঙ্গীত বাজে|
ভাঙে শাসকের চিরাচরিত শৃঙ্খল, জাগো হে বিপ্লবী প্রাণ|
নতুন দিনের আলো ফুটুক, বিজয়ের গান উচ্চশ্বাসে|
চোখে জ্বলে দীপ্তি, হৃদয়ে আগুন ছড়াক প্রখর|
পদপথে মিলুক বিজয়, শাসকের অবনতি দৃঢ়ভাবে|
উঠো হে বিপ্লবী, শিখিয়ে দাও পৃথিবী সাহস|
জাগো হে, জাগো, বন্ধ হয়ে যাক নিপীড়নের ছায়া|
বিপ্লবীর রক্ত লিখে রাখুক ইতিহাসের পাতা অমর|
নতুন সূর্য উদিত হোক, জাগুক স্বাধীনতার আলো!
-------------------------------------------------------
No comments:
Post a Comment