কাবা ঘর
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**********************************
ওরে বালিয়াদে হরাম, কিসে ভরে তোর বাতাস?
নূর-ই-খোদা তোর বুকে, মেহেরের সুবাস।
সুবহান, সুবহান ধ্বনি বাজে সর্ব দিক-দিশা,
তাওহীদের ঘর তুই, রুহে খোদার নিশা।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।
ওরে জমজমে রহমা, তোর স্রোতে বরকত ঢালে,
ইব্রাহিমের দু'আ তোর বুকে আজও জ্বলে।
ইসমাঈলের অশ্কে গড়া তোর কণিকা,
রূহে সাকিনা ভরে, গলে পাথরও নরমিকা।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।
ওরে বাইতুল্লাহ দরবার, তুই তাজ-উল-মকাম,
নূর-ই-মোহাম্মদে তোরে দিল আল্লাহ সালাম।
গিলাফে কালো রেশম, জহরাতে ঝলমলে,
জিকিরে কাঁপে আরশ, নামি নূর উজ্জ্বল।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।
ওরে হজরে আসওয়াদ, তোর কালোতে রহমত,
মানবের গুনাহ ঢেকে রাখে তোর নীরব জ্যোত।
চুমে মোমিন, কাঁদে রূহ, কাঁপে অন্তর,
আল্লাহর প্রেমে পুড়ে ওঠে সমুদ্র সম্বর।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।
ওরে কা'বা তুই আরশের ছায়া,
নূর-ই-আজল তোর গায়ে মায়া।
তাওহীদের সাগরে তুই মুক্তার মত,
রবের জামাল তোর রূপে প্রতিফলিত।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।
যাঁর নূরে মুসা বেহুঁশ, জ্বলল তুর পাহাড়,
যাঁর জালালে ফেরেশতা করে সিজদা বারবার।
সে রব্বে রহমান, সে খোদা-ই-কারিম,
তাঁর নামে জিকিরে বাঁচে প্রতিটি মোমিন।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।
যাঁর নাম “আল্লাহু আহাদ”, যিনি রব্বুল আলামীন,
তাঁর তাজে আছে দয়া, ভালোবাসা বিলীন।
তাঁর প্রেমে কাঁদি আমি, রূহে ইশ্কের ঝরনা,
তাঁর নামেই মৃত্যু, তাঁর নামেই বাঁচা।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।
ওরে মরুভূমি বল, তোরে কে দিল এ প্রাণ?
বালি রেণুতে কেন বাজে নূরের গান?
কা'বার ছায়ায় জেগে উঠে ইমান,
রহমতের নূর ঝরে বালি কণায় কণায়।
ইয়া রব্বি ইয়া আল্লাহ।।
-------------------------------------------------------------
No comments:
Post a Comment