Thursday, October 23, 2025

নারীর মর্যাদা

 

নারীর মর্যাদা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

*****************************

আলহামদুলিল্লাহ, নারীই মর্যাদা,
হকীকা, ফিরদৌসের সোনালী আভা।
ফিজা-ই-ইমানে উজ্জ্বল তারা,
নারী-মর্যাদা, আল্লাহর সেরা ধারা।


কোরআন বলে, সুরা আন-নিসা, আয়াত স্পষ্ট বলা,
মুক্ত, হাকিম, সদগুনী নারী, সম্মানিত যেন সবার মেলা।
হাদিসে নবী (সা.) বলেছেন, পবিত্রতার প্রতীক নারী,
স্বর্গ মায়ের পায়ে নিহিত, সেবা ও শ্রদ্ধা হোক হর মুহূর্তে।


আলহামদুলিল্লাহ, নারীই মর্যাদা,
হকীকা, ফিরদৌসের সোনালী আভা।
ফিজা-ই-ইমানে উজ্জ্বল তারা,
নারী-মর্যাদা, আল্লাহর সেরা ধারা।


বিয়েতে অধিকার তার, দেহমহর হক-অর্জন,
মর্যাদার শৃঙ্খল ধরে, জীবন হোক শান্তির গান।
হাদিসে বলা, স্ত্রীর সম্মান রক্ষা করো,
নবী (সা.) বলেছেন, সদয় হও, নারীকে দাও সম্মান, সবার আগে।

আলহামদুলিল্লাহ, নারীই মর্যাদা,
হকীকা, ফিরদৌসের সোনালী আভা।
ফিজা-ই-ইমানে উজ্জ্বল তারা,
নারী-মর্যাদা, আল্লাহর সেরা ধারা।

নারী শুধু সৌন্দর্যেরই নয়, জ্ঞানী, সাহসী, নাজুক মন,
আল্লাহর সৃষ্টির রঙিন ফুল, পবিত্রতার নিদর্শন।
নারীর জীবন, জ্ঞান ও মর্যাদা,
সকল হৃদয়ে জাগুক পূর্ণ সৌন্দর্যতা।

আলহামদুলিল্লাহ, নারীই মর্যাদা,
হকীকা, ফিরদৌসের সোনালী আভা।
ফিজা-ই-ইমানে উজ্জ্বল তারা,
নারী-মর্যাদা, আল্লাহর সেরা ধারা।

ইসলামী নীতি, হিকমতের আলো, পথে চলুক নারী,
সবার জন্য দৃষ্টান্ত হয়ে, হোক আলোর প্রতীক।
সকল দুনিয়ায় মর্যাদা হোক অমলিন,
নারীর মর্যাদা, আল্লাহর রহমতে হোক চিরদিন।

আলহামদুলিল্লাহ, নারীই মর্যাদা,
হকীকা, ফিরদৌসের সোনালী আভা।
ফিজা-ই-ইমানে উজ্জ্বল তারা,
নারী-মর্যাদা, আল্লাহর সেরা ধারা।

--------------------------------------------

No comments:

Post a Comment