Thursday, October 23, 2025

জুলুমের শাস্তি

 জুলুমের শাস্তি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************

হে মানুষ, জুলুম করো না,
প্রভুর চোখে অন্ধকার মুক্ত না।
সৃষ্টি ভুমি, নীল আকাশ, নদী-পাহাড়,
সবই সাক্ষী তোমার অন্যায়ের অঙ্ক।

কোরআন বলে, হে সচেতন প্রাণ,
“অতীত জাতি যারা জুলুম করেছিল, তাদের ধ্বংস হয়েছে, শিক্ষা নাও।”
প্রকৃতি সর্বদা করে স্বাক্ষী,
যারা অন্যায় করে, তাদের হবে ধ্বংসের পথ।

রাসূলের বাণী কানে বাজে,
“যে অন্যায় করেছিল, তার শাস্তি দুনিয়ায়ও হবে।”
কোনো দোষ ঢাকা থাকে না,
হৃদয়ের অন্তরেও লেখা থাকে সত্যের চিহ্ন।

অধিকার লঙ্ঘন, হিংসা, জুলুমের শ্বাস-প্রশ্বাস,
সবই ঢেকে দেয় হৃদয়ের আলো ও রাত।
ধ্বংস হবে তাদের কষ্টের ফসল,
প্রভুর রায় কখনো প্রতিহত নয়, সবই স্পষ্ট ফল।

দ্রষ্টব্য—প্রভু দেখেন প্রত্যেক কাজ,
মানব চিত্তে লেখা অমলিন, অম্লান।
ধৈর্য্য ও ন্যায়ের পথে চলো,
জুলুম থেকে দূরে থাকো, সত্যের আলোকে আলোকিত হও।

-------------------------------------------------

No comments:

Post a Comment