Wednesday, October 29, 2025

নগ্নতার পরিণতি

 নগ্নতার পরিণতি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
কহ মোরে, হে মানব! কহ, ভয় না করি,
কেন ত্যজিছো লজ্জা, নীতি, ঈমান–বাণী?
কে শেখায় মায়ায় পথ, অন্ধ অরণ্যে ভরি,
যেথা নেই হিদায়াত, শুধু বিভ্রম–পাণি?

ওই দুনিয়ার দাওয়াত কি মধুর নাকি মরীচি?
চকচকায় বাহির, ভেতরে বিষম দাহনে;
কোরআন তো বলিল—"লিবাসুল তাকওয়া" হে পবিত্র রীতি,
ঢেকে রাখো শরীর, ঢেকে রাখো প্রাণে।

বল নবী (সা.)—"লজ্জা ঈমানের শাখা", হে মোর ভাই,
যেথা লজ্জা যায়, যায় সেখান ঈমানের সিংহাসন!
নগ্নতার বীজে ফোটে শয়তানের ছায়া তাই,
লুটে নেয় লজ্জার ফুল, করে হৃদয় শূন্যমন।

হে নারী, হে পুরুষ, সুরক্ষিত করো সেই সাজ,
যে সাজে রিজিক হালাল, জীবন পবিত্র হয়;
হে সমাজ, স্মরণ কর—আল্লাহর বিধানেই লাজ,
অশ্লীলতার ছায়া নেমে আসে সর্বনাশের ক্ষয়।

আজ দেখো, পর্দাহীন রূপে জগত দহিছে নরকী,
চোখে চোখে আগুন, হৃদয়ে পাপের ফাঁদ;
তবু কোরআন ডাকে—“বল, হে মুমিনী নারী–পুরুষগণ,
নমাও দৃষ্টি, রক্ষা করো লজ্জার সাধ।”

তবু কেহ শুনে না, হাসে ধর্মের নামে,
চলে দেহ–প্রদর্শনে গর্বে, ব্যথাহীন প্রাণে;
কিন্তু হায়! কিয়ামতের দিনে সে রূপই হানে
আগুনের পোশাকে, চিৎকার তোলে—“হায়, আফসোস, আমানে!”
--------------------------------------------------------------


২৯-১০-২০২৫

No comments:

Post a Comment