দুর্নীতির ছোবল
তোরা দেখে যা সমাজের নদীতে রিবা-মাল এর বান
দুনিয়া জাহান ডুবু-ডুবু সেই লোভের স্রোতে ভেসে
যেন ন্যায়ের কোলে নূর-ও-সততার আলো দোলে।।
কূল মখলুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ঐ
“আয়, কে চলবে সৎ পথে?” — নবীর বাণী ঠোঁটে, কে এলো ঐ
খোদার নূর পেশানিতে ফোটে, কে এলো ঐ
অন্যায়-অসৎ পড়ে লুটে, কে এলো ঐ
পড়ে দরুদ-ও-ফেরেশ্তা, সমাজে সব দরজা খোলে।।
মানুষে মানুষের অধিকার দিল যে-জন
“এক আল্লাহ ছাড়া প্রভু নাই” কহিল যে-জন
মানুষের জন্য চির-দীন্ পথ ধরিল যে-জন
দরিদ্র-শোষিতকে একত্রিত করিল যে-জন।।
দুর্নীতি যায় না, নূর-ও-সততার আলো বাঁচে
নবীর পথে চল, খোদার রহম আসে।।
এলো ধরায় ধরা দিতে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ব্যথিত-মানবের ধ্যানের ছবি
আজি মাতিল বিশ্ব-নিখিল সততার কলোরোলে
ন্যায় ও সততার আলো ছড়ায় সমস্ত গ্রামে।।
পথ দেখায় সে কোরআন-হাদিসের আলো হাতে
হেসে, হেসে, দাঁড় টানে চার আসহাব তাঁরি সাথে
নামাজ-রোজা, জাকাত, ফুল-ফসলে শ্যামল হ’ল মরু
প্রেমের রসে ফুটল ইমানি মন, নীরস মনও হয়েছে ধ্রুব।।
দুর্নীতি যায় না, নূর-ও-সততার আলো বাঁচে
নবীর পথে চল, খোদার রহম আসে।।
------------------------------------------------
No comments:
Post a Comment