অনলাইন জুয়া
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
হে অনলাইন জুয়া! প্রলয়ংকরী!
নেশার বিভীষণী, লোভিনী, ধনলোভী!
তুমি টান, যুবক-যুবতীকে ভাসাও,
হাহাকার ঘরে, আশা ধ্বংস করো।
অর্থ হারায়, ঋণের ঝড়ে ভেসে যায়,
পরিবার শান্তি, স্তম্ভ নাড়া খায়।
হাসিশূন্য তব তীরে ছায়া,
অশান্তি ঢেউয়ে আসে বেদনা।
লেখাপড়া শুকায়, বইয়ের পাতা স্তব্ধ।
নোটবই বাজে, স্বপ্ন খণ্ডিত হয়।
শ্রেণিকক্ষ আলো নির্বাসিত,
ফল মুছে যায়, ভবিষ্যৎ অন্ধকারে।
যুবকের মেধা ম্লান, যুবতীর স্পৃহা ধ্বংসে,
আত্মসম্মান ক্ষুণ্ণ হয়, আত্মবিশ্বাস কাঁদে ঢেউয়ে।
হতাশার স্রোতে সব ভেসে যায়,
আছড়ে পড়ে নীরবতা — ছায়া অন্ধকারে।
বন্ধুত্বে ফাটল, প্রেমে দ্বন্দ্ব,
অপরাধ, প্রতারণা জন্মায় চুরি।
নিষ্ঠুর লোভে অভিভাবক ক্ষত হয়,
আইনের হাত ধরলে মামলা আসে।
নেশার জালে বাঁধা, সময় ক্ষয়,
পড়াশোনা-কার্য ক্ষুণ্ণ, ক্যারিয়ার ভেঙে যায়।
ডেটা ফাঁস, প্রাইভেসি লঙ্ঘিত,
হ্যাকার শত্রু, তথ্য লুটে নেয়।
ঘর অশান্ত, কান্না নিস্পৃহ,
ভবিষ্যৎ অন্ধকার, ঘরে গুম।
এখনই সজাগ না হলে — পড়াশোনা নষ্ট,
পিতা-মাতার প্রতি অনাচার ঘটবে।
বন্ধুত্ব, প্রেম, সম্পর্ক ভেঙে,
অয়ি — অশান্তি, নিঃশেষ ভবিষ্যৎ।
অয়ি প্রলয়করী ঢেউ! হে জুয়া!
নেতিবাচক নদী, যুবক-যুবতী ভাসাও চিরকাল।
জ্ঞান হরণ করো, আশা কেড়ে নে,
পড়াশোনা জ্বলে, সমান প্রকাশিত।
পারিবারিক স্নেহ বৈর করো না,
অয়ি বিপর্যয়ের জুয়া! অয়ি লোভিনী!
--------------------------------------------
No comments:
Post a Comment