Tuesday, October 21, 2025

বিপ্লবের অর্জন

 

বিপ্লবের অর্জন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************

হে বিদ্রোহী শিক্ষক! জাগো, জাগো প্রহরী,
তোমার অঙ্গীকারে বাজে সত্যের তীর ধরি।
ক্লাসরুম নয়, এ মহাবিপ্লবের মঞ্চ,
প্রতিটি পদে ফোটে ন্যায়ের অমলঞ্চ।

একতাই অস্ত্র, একতাই তোমার শক্তি,
ভালোবাসার শক্তি ভাঙে না কখনোযাত্রী।
হাতে হাতে বন্ধন, হৃদয়ে হৃদয় শিখা,
অদম্য চেতনা জাগায় শিক্ষার দীক্ষা।

দূষিত শক্তি আসে লাঠি হাতে,
তোমাদের দৃঢ়তায় ভেঙে যায় ব্যাধি রাতে।
ইস্পাত কঠিন হয় বিপ্লবীর বন্ধন,
সত্য-ন্যায় রক্ষা করে জাগ্রত অঙ্গন।

ধরো পথে, করো অটল শপথ,
প্রতিটি প্রতিবন্ধকতা হবে তুচ্ছ কল্প।
বিপ্লবী শিক্ষক! কল্যাণে জেগে জনতা,
একতায় গড়ে নতুন যুগের প্রহরতা।

শিক্ষা নয় শুধু পাঠ, স্বাধীনতার ধ্বজা,
প্রতিটি শিকড় থেকে উঠে সমাজের গর্জা।
বিদ্যাপীঠ নয়, এ বিপ্লবের প্রাণ,
সত্য-ন্যায় দগ্ধ আলোয় জ্বলে মান।

সাধুবাদ হে বিদ্রোহী! তেজস্বী প্রাণ,
তোমার সংগ্রামে জ্বলে সমাজের মহান জান।
যদি সত্য-ন্যায় থাকে চিরন্তন মন্ত্রে,
বিপ্লবের অর্জন হয় অমর, অম্লান তন্ত্রে।

বিক্ষুব্ধ অন্ধকার দূরে হটে,
তোমার আলোর শিখা গগনে ভেসে উঠে।
অশ্রু-রক্ত মিশে হয় এক অমর ইতিহাস,
বিপ্লবী শিক্ষকের তরে জাগে নতুন আশা।

-----------------------------------------------------

No comments:

Post a Comment