Thursday, October 23, 2025

ধর্ষণের অভিশাপ

 

ধর্ষণের অভিশাপ 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
***************************



হে মানব! থামো তুমি, দেখ আল্লাহর দিক,

পাপের অন্ধকারে জ্বলে নরকের শিখ।
যে নারীকে সৃষ্টি করেছেন রব করুণায়,
তার সম্মান ভাঙিলে, কাঁদে আসমান-মায়া।

ওহে জালেম! শুন অভিশাপের গান,

ধর্ষণের ছায়া পড়ে দুনিয়ায় দান।
কিয়ামতের ময়দানে কাঁদবে সে প্রাণ,
আল্লাহ বলবেন — “কোথায় ছিলো তোর মান?”



রাসূল বলেছেন — “লজ্জা ঈমানের অর্ধাংশ”,
লজ্জাহীন সমাজে পড়ে নেমে ধ্বংস।
নারীর ইজ্জত — আল্লাহর অমানত,
তাকে ভাঙা মানে জাহান্নামের দাওয়াত।

ওহে জালেম! শুন অভিশাপের গান,

ধর্ষণের ছায়া পড়ে দুনিয়ায় দান।
কিয়ামতের ময়দানে কাঁদবে সে প্রাণ,
আল্লাহ বলবেন — “কোথায় ছিলো তোর মান?”


এক বিন্দু অশ্রু যদি উঠে আকাশে,

ফেরেশতারা দেয় অভিশাপের তাসে।
কোরআন বলে — “অন্যায় করো না কারো প্রতি”,
ধর্ষণ তো জুলুম, পাপের চূড়ান্ত গতি।


ওহে জালেম! শুন অভিশাপের গান,
ধর্ষণের ছায়া পড়ে দুনিয়ায় দান।
কিয়ামতের ময়দানে কাঁদবে সে প্রাণ,
আল্লাহ বলবেন — “কোথায় ছিলো তোর মান?”


মু’মিনের জীবন হোক দয়া, লজ্জা আর ন্যায়,

যেখানে নারী নিরাপদ, মর্যাদা পায়।
শান্তির আলো ছড়িয়ে দাও মানবতায়,
ধর্ষণের অন্ধকার হারাক সৃষ্টির বয়ানতায়।

ওহে জালেম! শুন অভিশাপের গান,

ধর্ষণের ছায়া পড়ে দুনিয়ায় দান।
কিয়ামতের ময়দানে কাঁদবে সে প্রাণ,
আল্লাহ বলবেন — “কোথায় ছিলো তোর মান?”

-------------------------------------------------------

No comments:

Post a Comment