Wednesday, October 29, 2025

হিংসা ও প্রতিহিংসা

 হিংসা ও প্রতিহিংসা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

ওহে মানব, শুনো, হৃদয় হিংসার দাবানলে ভরা,
অন্তর অন্ধকারে রোষের বজ্র ঝরে ধরা;
সিংহ-বৎসের মতো ক্রোধে ঘন ভয়,
পদার্পণে কাঁপে মন, ছড়ায় অশ্রুর স্রোত রয়।

সপ্ত রথী রূপে প্রতিহিংসার ধ্বনি,
কুমারের মতো ছিঁড়ে যায় শান্তি-বন্ধন রজনী;
অনল-কণা-রূপে রাগ শরীরে ছড়ায়,
পুঞ্জে পুঞ্জে বিষাদ, অন্তর আগুনে জ্বালায়।

ঘন ধূমের মূরতি ছায়া চারদিকে ফিরে,
উড়ে ধুলো, পদ-আস্ফালনে হৃদয় ভেঙে থমকে;
নিশ্বাস ছাড়ে আর্জ্জুনি, জীবন-আশা তরুণ যৌবনে,
আঁধারি চৌদিক, অন্তর গ্রাসে ক্রোধের যম।

যথা দাবানল বাড়ে অনল-প্রাচীরে,
সিংহ-বৎসের মতো ভয়ঙ্কর উত্তাপে;
হিংসার আগুনে পুড়ে যায় ভালোবাসা,
প্রতিহিংসায় ভেঙে যায় বন্ধন, কণ্ঠে কেবল বিস্ময়।

কিন্তু শুনো, মানব! হিংসা নয় পন্থা,
ক্ষমা ও সহিষ্ণুতা হোক অন্তরের বন্ধু, শান্তি-সংসার আলো;
হিংসা ত্যাগে হৃদয় পূর্ণ হয় নৈতিক দীপে,
প্রতিহিংসার বদলে সৌভাগ্য লাভে সুখের ধারা।

মেঘ-রূপ ক্রোধ ছাড়াও, হৃদয়ে দয়া ছড়াও,
বজ্র নয়, বরং সদয় আলো সর্বত্র ছড়াও;
ধৈর্য ধারণ করো, প্রতিহিংসা ত্যাগ করো,
নবীর পথে চলো, আলোর পথে চলো।

প্রতিটি পদক্ষেপে শান্তির স্রোত বহাও,
অন্তরের আগুনে প্রেমের আলো জ্বেলাও;
হিংসা নয়, বরং ক্ষমা ও সহমর্মিতা রাখো,
রোষের ছায়া ত্যাগে জীবন হোক পূর্ণ ধারা।

ওহে মানব! দৃষ্টি করো আলোর পথে,
হিংসা-প্রতিহিংসার আঁধার চিরদিন দূরে থাক;
ক্ষমাশীলতা হোক প্রিয় গুণ, ধৈর্য হোক শক্তি,
আল্লাহর পথে চলা হোক অন্তরের চিরন্তন বন্ধন।

মেঘ-রূপ ক্রোধ ছাড়াও, অন্তরে প্রেম ছড়াও,
বজ্র নয়, বরং সদয় আলো সর্বত্র ছড়াও;
হিংসা ত্যাগে পূর্ণ হবে জীবন, সুখের স্রোত,
প্রতিহিংসা নয়, বরং ক্ষমার বাণী হোক প্রিয় স্রোত।
---------------------------------------------------


২৯-১০-২০২৫

No comments:

Post a Comment