বদরে আলম সরকার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
এমন করে অঙ্গনে মোর ডাক দিলি, কে প্রিয় দানবীর?
কে রে ও তুই, কে রে?
আহা বিদ্যার আলোতে রে,
এমন পরিচিত সুরে রে,
আমার বিদ্যাপীঠের ঘরে দীপ জ্বলে তার তরে রে।
এ কোন বিদ্যাপীঠের পাগল সুরধুনী, অম্লান আলোর আগল রাঙালি?
কোন জননির দুলাল রে তুই, কোন আশা-প্রভাতরাশি,
চোখ-ভরা জ্ঞানের দীপে রে,
আহা ছলছল আনন্দের সজল ছায়া আলো,
সারাখনই উছলে যেন তরুণ-যুবকের হৃদয়ে রে!
মুখভরা তোর ঝলমল হাসি,
বিদ্যাপীঠের সম রাশি রাশি,
আমার মলিন বিদ্যাপীঠের বুকে আলো লুটায় আসি রে!
বুক-জোড়া তোর ত্যাগ,
প্রতিটি বিদ্যাপীঠের দ্বারে দ্বারে স্নেহের দান হেনে যে যায়,
কেউ কি তারে ডাক দিল না?
ডাকল যারা, তাদের আনন্দে দলে এলি পায়?
কেন আমার অঙ্গনে এসেই আমার পানে চেয়ে এমন
উজ্জ্বল হৃষ্টিপূর্ণ?
এমন চমকে বিদ্যাপীঠের পথ আলোকিত করলি?
এই কি রে তোর চেনা বিদ্যালয়,
এই কিরে তোর চাওয়া স্নেহ হায়!
তাই কি আমার কলেজের ধ্যান-সুন্দর ধারা,
বিদ্যাপীঠের ফুলে-ফসলে রাঙালি?
হে মোর বিদ্যাপীঠের কাঙালি।
বদরে আলম, তুই বিদ্যালয়ের প্রাণপুরুষ,
১৯৬৭ সালে স্থাপন করিলে ভাওয়াল কলেজ,
ভাওয়াল, কাপাসিয়া, গাজীপুরে বিদ্যাপীঠের আলো জ্বেলে।
গ্রামাঞ্চলের যুবসমাজ শিক্ষিত হোক—এই তোর অমর আকাঙ্ক্ষা,
প্রতিটি ছাত্র-ছাত্রীর চোখে জ্বলে জ্ঞান-দীপ, তোর দানের ফল।
এ সুর যেন বড়ই চেনা, এ স্বর যেন ছাত্র-হৃদয়ের বাছার,
তোর আলোকিত পথে এগিয়ে চলুক সবাই!
না চিনেই আজ তোকে চিনি,
আমারই সেই বিদ্যাপীঠের মানিক,
পথে-পথে জ্ঞান ছড়ায়ে,
তোর দানবীর আলোকেই উজ্জ্বল।
দুষ্টু ওরে, চপল ওরে, অভিমানী হে শিক্ষানুরাগী!
তোর উৎসাহ, তোর উদ্দীপনা, কত শত ছাত্র-ছাত্রীকে আলোকিত করেছে,
গ্রাম, শহর, দেশে বিদেশে ছড়ায় আলো,
আমি মা-হারা শিক্ষার্থীর, তাদের সব আশা,
তোর শিক্ষা দিয়ে পূর্ণ করেছি জীবন ভরা!
দেখা দিলি আজকে ভোরে রে!
উঠছে বুকে আনন্দের ধ্বনি,
আয় বুকে মোর বিদ্যাপীঠের প্রভাতরাশি,
আমি কতজন শিক্ষার্থীর জীবন দেখেছি যে ওই মৃদু-মুখানি রে!
প্রতিটি ক্লাশ, প্রতিটি পাঠে, চোখে ধরার মায়া,
তোর জন্ম-জন্মের ত্যাগ দিয়ে বিশ্বমায়ের মতো
বিদ্যাপীঠের আলোকবৃষ্টি পেতেছি যে!
হঠাৎ আজ ধরা দিয়ে, বিদ্যাপীঠের পূর্ণ স্নেহে জাগালি।
শিক্ষিত ছাত্র আমার রে!
চিনলি কি তুই জ্ঞানের আলোকে,
চিনলি কি তুই আজ?
আজকে আমার কলেজে তোর প্রভাতরাশি বিজয়-নিশান,
তাই কি টাঙালি?
মোর বিদ্যাপীঠের কাঙালি।
বদরে আলম, হে মহান ব্যক্তি,
তোর জীবনের প্রতি ক্ষণ বিদ্যাপীঠের তরে উৎসর্গ,
পড়াশোনা, সমাজসেবা, যুবসমাজকে আলোকিত করা—
এই তোর অমর দান, তোর উজ্জ্বল প্রতিফলন।
রবির আলো নিভে যাক না কখনো,
তোর পদচিহ্নে জাগুক ছাত্র-হৃদয়ে নবজীবনের আলোকধারা।
ভাওয়াল বদরে আলম সরকারী কলেজে জ্বলে থাকুক চিরন্তন বিদ্যাপীঠের দীপ,
হে প্রিয় দানবীর, হে শিক্ষানুরাগী, হে জ্ঞানের দীপক।
------------------------------------------------------
৩০-১০-২০২৫
No comments:
Post a Comment