ইসলামী দাওয়াতুল হক, রাওনাট
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
আল্লাহু আল্লাহু
রাওনাট গ্রামে জাগে আলো নূরুল্লাহ
রাওনাট স্কুল মাঠে মিলন মজলিসে ওয়াজ
সাত দিন ব্যাপী ওয়াজ মাহফিল-এ
ইসলামী দাওয়াতুল হক উজ্জ্বল চির প্রিয় দলে
আল্লাহু আল্লাহু
জনাব আমানুল্লাহ সরকারের নেতৃত্বে
হাজার হাজার তৌহিদী জনতা একত্রে
সবার অন্তর আলোকিত হয় ফিকরুল্লাহ
ইসলাম কি দাওয়াত ছড়িয়ে চির প্রেমে মুহাব্বতুল্লাহ
আল্লাহু আল্লাহু
সত্যের ডাক কহে, "ওরে মানুষ, শুনো এই বার্তা
কোথা পেলি কোরআনের আলো, জীবন বিধান সুপথের?"
কহে আল-কোরআন, "আমার আলোতলে চল,
হৃদয় শুদ্ধ করো, আল্লাহর হুকুম মানো।"
আল্লাহু আল্লাহু
হে রবি শশী, হে গ্রহ-তারা
কোথা পেলি এই নূরের জ্যোতি, সজল হৃদি জ্বালা?"
কহে জীবনপন্থা, "সালাত, জাকাত, তাওবা ও সদকা দিয়ে চলো,
আল্লাহর রহমতে পূর্ণ হবে পথচলা।"
আল্লাহু আল্লাহু
নূরের ডাক কহে, "শোন, শোন ওরে হৃদয়!
কোথা পেলি এ আলোকিত পথ, সত্যের রূপ অতুল?"
কহে কোরআন, "আমার আলোয় চল, হেঁটো নূরানী পথে
হৃদয় শুদ্ধ করো, আল্লাহর হুকুম মানো।"
আল্লাহু আল্লাহু
দ্যুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া
তোমারি কাছে পড়ি লুটাইয়া
তোমারি কাছে যাচি হে শক্তি
তোমারি করুণায় পূর্ণ কামি
আল্লাহু আল্লাহু
সরল সঠিক পুণ্য পন্থা সিরাতুল মুস্তাকীম
মোদেরে দাওগো বলি দাওয়াতুল হক
চালাও সে পথে তাবলীগুল্লাহ
যে পথে তোমার প্রয়োজন গেছে চলি ইজতিহাদুল্লাহ
আল্লাহু আল্লাহু
যে পথে ভ্রান্তি চির পরিতাপ গালাতুল ইমান
যে পথে চির অভিশাপ লানাতুল্লাহ
হে মহাচালক মোদেরে কখনো
করো না সে পথগামী শিরক ও বিদআত থেকে বাঁচো
আল্লাহু আল্লাহু
যাঁরে আউলিয়া-আম্বিয়া ধ্যানে না পায়
কুল-মাখলুক যাঁহারি মাহিমা গায়
যে নাম নিয়ে এসেছি এই দুনিয়ায়
সেই নাম নিতে নিতে মরি — এই আরজু
আল্লাহু আল্লাহু
চল মোদেরে দাওয়াতুল হক সিরাতুল ইসলাম
চল ইসলাম-এ নূর ভরা পথে নূরুল কোরআন
হৃদয় ভরে আলোকিত চির শান্তি ও প্রীতি সালাম ও মওয়া
মোদেরকে করো তোমারি করুণায় পূর্ণ হে প্রভু রাব্বুল আলামিন
আল্লাহু আল্লাহু
অমর হউক এ ইসলামী দাওয়াতুল হক
দাওয়াতুল হক হউক
ইসলাম প্রচারে আমান ও সালামের আহ্বান হউক
সকলের হৃদয় আলোকিত হোক নূরানী হৃদয়
ভ্রান্তি দূর হোক ফাজায়েল
মমত্ব জাগুক চির মুহাব্বতুল্লাহ
আল্লাহু আল্লাহু
------------------------------------------------
No comments:
Post a Comment