দেশপ্রেমিক নেতার গুণ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
দেশের মাটিতে জ্বলে তার নূর,
প্রাণে বাজে মাতৃভূমির তানবীর-সুর।
সত্যের পথে সে কখনো নাহি থমকে,
ন্যায় ও নৈতিকতা তার চিরন্তন দর।
জনগণের কল্যাণে সে ফারজ পালন করে,
অসহায়ের পাশে তার হাত জিরা-ইশর।
দূরদৃষ্টি তার আকিদাহ,
ভবিষ্যতের পথে বুনে দেয় সেতু-ইশর।
শিক্ষা, স্বাস্থ্য, সমৃদ্ধি—হোক হাদিয়াহ,
জনমুখী নীতি ছড়ায় আল-বারাকাহ।
অহিংসা, ঐক্য—তার আলফা ও বেত,
বৈষম্যের অন্ধকারে জ্বলে তার ন্যায়ের জ্বেত।
সাহস ও দৃঢ়তার প্রতীক সে,
শত্রু যতই হিংস্র, সে অদম্য থাকে।
ক্ষমা ও সহমর্মিতা তার জামাল,
মানবতার পথে তার অনন্ত তাল।
জাতির হৃদয়ে চিরন্তন নক্ষত্র সে,
আলো ছড়ায় দূরে, দুঃখ-অন্ধকারে।
দেশপ্রেমের লালন, ন্যায়ের কবি,
সবার আশা, সবার প্রেরণা—অমর নেতা হকি।
দূরদর্শিতা, প্রজ্ঞা, পরিকল্পনা—তার সাথী,
দেশের স্বার্থে ত্যাগ করতে সে নয় কৌশলী।
শাসন নয় শুধু, বরং সেবা ও ন্যায়ের মন্ত্র,
মানবতার জন্য বাঁধে সে চিরন্তন সেতু।
দেশপ্রেমিক নেতা, জাতির হাকিমতি,
অদম্য সাহস, মানবিকতা—তার অনন্ত নূরশীতি।
----------------------------------------------------
No comments:
Post a Comment