Thursday, October 16, 2025

মানবিক সংগঠন গড়ো, হে যুবক!

 

মানবিক সংগঠন গড়ো, হে যুবক!

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**********************************

হে যুবক!
দেখো, সূর্য হাসছে ভোরে,
পাখিরা চেঁচাচ্ছে জঙ্গলে,
তোমারও হাসি হোক মানুষের জন্য।

হাত বাড়াও, চোখ বড় করো,
শত্রুতা নয়, প্রতিহিংসা নয়,
মানবিকতার রঙ ছড়াও চারদিকে।

গ্রামের গলি, নদীর ধারে,
শিশুর কান্না, বৃদ্ধের দুঃখ—
তুমি পৌঁছাও,
ছড়িয়ে দাও তোমার দয়া।

দেখেছো, কুটনামি, গীবত, চোখ রাঙানি?
তাদের নাম মুছে দাও,
হাসি আর ভালোবাসার লেখা দিয়ে।

হে যুবক!
তুমি একা নও,
দু’জন হাত মেলালে নদী হয়,
একটা উদ্যোগ বয়ে যায় সমুদ্র হয়ে।

তোমার সংগঠন হোক বাতিঘর,
যেখানে অন্ধকার থাকে না,
শুধু আশা, শুধু আলো।

উঠো, দাঁড়াও,
প্রতিটি ছোট কাজ আজই শুরু করো।
শিশু, বৃদ্ধ, অসহায়—
সবার জন্য হাত বাড়াও।

মানবিক সংগঠন গড়ো, হে যুবক!
শত্রুতা নয়, হিংসা নয়,
শুধু ভালোবাসা,
শুধু উদারতা,
শুধু একতার ডাকে সাড়া দাও।

পাখি যেমন গায় সকালে,
তুমি তেমনি গান গাও মানবতার।
ছোট ছোট হাসি, ছোট ছোট দয়া,
একদিন বড় নদী হয়ে বইবে সবার হৃদয়ে।

হে যুবক!
আজই শুরু করো,
কাল হবে তুমি দেখবে—
পুরো সমাজ আলোকিত।

---------------------------------------

No comments:

Post a Comment