Wednesday, October 29, 2025

সৎ শাসক

 সৎ শাসক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
ওহে শুনো জনতা! কহ, দেখ আল-শাসককে,
কি হেতু, কহ তা মোরে, ধৈর্যশীল হাসিমুখে?
নিত্য অবগাহি করে ন্যায়ের দীপ জ্বলে,
দেও জানা, সিদক আলো, পথ দেখায় ধীরে।

বহে কলকল রবে ফালাহ প্রবাহিণী,
জন-হিত তলে সে দৃষ্টিতে আদিল ধীরে।
ও হৃদয়ের ভাব কি লো, আইস, ন্যায়িনী,
দুর্নীতি, দখল, স্বৈরাচার—কিছুই হবে না এখানে?—

ফ্যাসিবাদ, বর্ণবাদ, গণতন্ত্রবিরোধী নয় সে,
অর্থপাচার, দেশদ্রোহ, বিশ্বাসঘাতকতা দূরে থাকে।
ভালবাসে এ দাসেরে ন্যায়ের ছলে,
হৃদয় আঁধার, অবিচার দূর করে দূরে।

সত্য যদি, ন্যায় যদি, আলোর নভস্তলে,
জুড়ায়ে সমাজে দীপ দুটি নিত্য নিত্য উড়ে।
জ্ঞানসমৃদ্ধ, হিকমত সহ পথ বেছে নেয় সে,
অজ্ঞতা, অহংকার, স্বার্থপরতা—কিছুই হবে না।

আল্লাহভীতি অন্তরে দীপ্তি জ্বলে,
প্রতি সিদ্ধান্তে ইনসাফ, অবিচারে ক্ষতি নেই।
ধৈর্য, সহনশীলতা, নম্রতার ছায়া ঘিরে,
জনগণের আশা-ভরসা তার প্রজ্ঞা রেখায় বিকিরে।

দুর্নীতি-বিরত, সম্পদে লিপ্ত নয় সে,
জনগণের অধিকার রক্ষা করে সর্বত্র স্থলে।
সৎ শাসক আলোর পথে দিগন্তে,
সমাজে শান্তি, কল্যাণ, সুবিচার বয়ে যায় সঞ্জীবনে।

কোরআন-হাদিসের আলোতে শিক্ষা ধরে,
সব সম্প্রদায়ের সুখ, দুঃখ, সবই তার খেয়াল।
----------------------------------------


২৯-১০-২০২৫

No comments:

Post a Comment