Tuesday, October 28, 2025

বেহেস্তের বাগান

 বেহেস্তের বাগান

কলমঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া, গাজীপুর
---উৎসর্গঃ মাসুম মার্কেটে ওয়াজের আয়োজকদের
**********************************************************

এসো হে এসো হে, মুমিন! বেহেস্তের বাগান,
ওই ডাকিছে শুনো হে—তৌহিদী প্রাণ-মুসমান।
নূরের আলোয় জাগিছে মাসুম মার্কেটের ময়দান,
শোনো হে শোনো! হুজুরের ওয়াজ—ইমানের গান।

ঘোষণা দাও হে! এই মাহফিল আলোয় ভরা ভূমি,
শোনো হে মুমিন, শোনো হে মুসলমানের ধূমি।
আত্মাকে করো তাজকিয়া, দাও আলোর বাণী,
বেহেস্তের বাগান—মুক্তির পথ এই ওয়াজের জানি।

আল্লাহু আকবার! উফ! হৃদয় জ্বলো,
ইমানের দীপ জ্বলো, আলোর পথে চলো।
আল্লাহু আকবার! উফ! দাও আলোর বাণী,
বেহেস্তের বাগান হোক অন্তরে অনন্তি।

অযথা ঘুরো না, এদিক সেদিক পথ ঘাটে দোকানে,
শোনো হে শোনো! হুজুরের ওয়াজ—তৌহিদের স্লোগানে।
বলো হে তুমি, আল্লাহ’র গোলাম, দাসত্বে মহিয়ান,
ওহে বলো, জীবনের পাথেয়—কোরআনুল করিম।

এসো হে এসো মুমিন, মাসুম মার্কেট ময়দানে সবে,
বল হে একই সুরে, বেহেস্তের বাগান দিয়েছে রবে।
এসো হে এসো মুমিন, দান করো হে মসজিদ নির্মাণে,
বলো হে তুমি নহে কৃপণ, দুঃস্থ, অসহায় এতিমের বন্ধনে।

আল্লাহু আকবার! উফ! হৃদয় জ্বলো,
ইমানের দীপ জ্বলো, আলোর পথে চলো।
আল্লাহু আকবার! উফ! দাও আলোর বাণী,
বেহেস্তের বাগান হোক অন্তরে অনন্তি।

তুলো হে শ্লোগান, আল্লাহ’র বড়ত্বে একক মহিমা,
বলো হে, তাঁর জমিনে বিধান—চিরজাগ্রত অখিমা।
চলো হে মুমিন! তাগুতের শৃঙ্খল ছিঁড়ো ধ্রুবিমা,
এসো হে কোরআনের আলোয়, মুক্তি হোক অন্তরপ্রীমা।

যদিও জীবন ক্ষণিক, মৃত্যু চিরন্তন সত্য—অভিমান,
পরকালের শাস্তি কঠোর, আল্লাহর পথে হোক সম্বান।
সুর, তিলাওয়াত, ওয়াজের তাপে হৃদয় জ্বলো,
মুক্তির পথ আল্লাহর নিয়মে চলো, চলো, চলো!

এসো হে এসো, মুমিন, বেহেস্তের বাগান,
ডাকিছে শুনো হে, তৌহিদী প্রাণ-মুসমান।
নূরের আলোয় জাগো, হুজুরের ওয়াজের গান,
আল্লাহর পথে চলো, হোক অন্তরে অমল প্রাণ।
------------------------------------------------


২৮-১০-২০২৫

No comments:

Post a Comment