এসো হে আলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
এসো হে আলো, অন্ধকার দূর করো,
হাত ধরে হাত মিলিয়ে মুক্তির গান বাজাও।
গণতন্ত্রের পতাকা উড়াও উজ্জ্বল আলোয়,
ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র—সব ভেঙে ফেলে আনো।
দিবসের আলো—পূর্ণিমার মিনার,
অশুভের আঁধার সবাই ডুবে যায় তাহার।
তরুণ ঈশান, বাতাসে ঘোরাও প্রলয় বাণী,
ধ্বংস নয়—জাগরণ উড়ুক প্রাচীর ভেদে সাঁনী।
কারার লৌহকপাট ভেঙে ফেলো দেখি,
শিকল ছিঁড়ে দাও—পাষাণ পূজো মাটি-ঢাকি।
গণতন্ত্রের পতাকা উড়ুক উঁচু, বিহঙ্গস্বরে,
স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ—বিমূঢ় করে ছার করো দেশে।
এসো হে আলো, অন্ধকার দূর করো,
হাত ধরে হাত মিলিয়ে মুক্তির গান বাজাও।
গণতন্ত্রের পতাকা উড়াও উজ্জ্বল আলোয়,
ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র—সব ভেঙে ফেলে আনো।
গাজনের তালে উঠুক সত্যের মুক্তি নৃত্য,
কে মালিক, কে আরাজ্য—না, নয় সে গন্ধ মিথ্য।
হাস্য যেন জয়ধ্বনি—উঠুক কণ্ঠে হাসির ঢল,
ঝড়ে ভেসে যাক ভ্রান্তি, অমানবতার সব বল।
ওরে পাগলা ভোলা, দাও বদলে নতুন দোলা,
জোরে ধরে ঐচ্ছে—হৃদয় খোলে মুক্তির পালা।
কাঁধে বাজে ঢাক, কণ্ঠে ওঠে মুক্তির ডাক,
জীবনের গান, স্বাধীনতার সুর—হোক আগাইয়াছে পাক।
এসো হে আলো, অন্ধকার দূর করো,
হাত ধরে হাত মিলিয়ে মুক্তির গান বাজাও।
গণতন্ত্রের পতাকা উড়াও উজ্জ্বল আলোয়,
ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র—সব ভেঙে ফেলে আনো।
কালবোশাখী নাচে—সততার কাঁটা কেটে যায়,
ভীম মেজেজে নাড়া প্রাচীর—লাঠি নয়, এবার স্বদেশ বলে যায়।
যত বন্দী শালা—মুক্তির আলো জ্বালো মন,
পরাধীনতা হরেছে—নতুন ভোরে মাথা তুলে উঠুক জন।
এসো হে আলো, সাম্যের মশাল জ্বালাও হাতে,
ঐক্যের ডাক দাও—কণ্ঠে- কণ্ঠে বাজাক পথে।
গণতন্ত্রের পতাকা উড়াও—লাল সবুজ ভরলত রাঙা,
ফ্যাসিবাদ গুড়িয়ে ফেলো—স্বাধীনতা জাগুক সবার বাঙা।
এসো হে আলো, অন্ধকার দূর করো,
হাত ধরে হাত মিলিয়ে মুক্তির গান বাজাও।
গণতন্ত্রের পতাকা উড়াও উজ্জ্বল আলোয়,
ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র—সব ভেঙে ফেলে আনো।
দুর্নীতিকে না বলো—ন্যায় প্রতিষ্ঠা করো তীব্র,
দেশদ্রোহী বিভাজন উড়িও দূরে—মিলনে হোক তীর।
অসাম্প্রদায়িক দেশ গড়ো—মুক্তির চেতনায় পুষে,
শহীদের রক্তধারা—চির অমল, আলোতে মিশে।
হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, মুসলিম—একই স্বপ্নে মিলুক মন,
ভাগাভাগি নয়, প্রেমেই থাকুক মানবতার পরাক্রমের গমন।
এসো হে আলো, দেশপ্রেমের প্রলয়ে মিলি সবাই,
দিবসের আলো, পূর্ণিমা চাঁদ—সবার আলোকিতই হোক সাজাই।
এসো হে আলো—হাত ধরো মিলি,
“আমার সোনার বাংলা, ভালোবাসি”—বলব উচ্চস্বরে।
অন্ধকার ভাঙো, তুপকে কাঁধে নাও ন্যায়ের লাঠি,
মানব সভ্যতা গড়ি—সত্যের পথে আমরা চলি।
---------------------------------------------
No comments:
Post a Comment