Sunday, October 19, 2025

আমরা শোকাহত

আমরা শোকাহত

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

******************************

ধূপ-ধোঁয়ার মতো ক্ষণস্থায়ী জীবনে,
হঠাৎ নিভে গেল আলো—খোকন ভাই চলে গেলেন চিরতরে।
পারিবারিক কবরস্থানে শায়িত, নিঃশব্দে শুয়ে,
যেন থমকে গেছে পৃথিবীর সমস্ত বাতাস, সমস্ত আলো।

পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাদ মাগরিব,
প্রথম জানাজার ধ্বনি যেন হৃদয়ের ছেদ ছাড়ে।
দ্বিতীয় জানাজা চাঁদপুরের চান্দুনে,
হাজারো মানুষের নীরব চোখে ভাসে বেদনার স্রোত।

দীর্ঘদিন সে নেতৃত্ব দিল সত্য ও ন্যায়ের পথে,
অন্যায়, অনিয়ম, দুর্নীতি কখনো স্পর্শ করতে পারেনি তাকে।
সকলের প্রিয় খোকন ভাই প্রমাণ করলেন,
রাজনীতি হতে পারে শ্রদ্ধার, আদর্শের, মানবতার স্রোত।

বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল আলম খান বেনু ভাইয়ের সঙ্গে,
গাজীপুরের আলোচনায় উঠে এল অজানা গল্পের খনি।
তার সাহসিকতা, আদর্শ, নিঃস্বার্থ ভালোবাসা—
সব যেন আজ বুকে ছুরি বেয়ে ঢুকে যায়।

হে আল্লাহ! জান্নাতের সর্বোচ্চ মাকাম দাও তাকে,
আমাদের প্রিয় খোকন ভাইকে শান্তির কোলে রাখো চিরকাল।
এই শোক, এই ব্যথা, এই চোখের অশ্রু—
সব যেন প্রমাণ করে, পৃথিবী আজ কিছুটা অন্ধকারে ভাসে।

আমরা মাথা নত করি, হৃদয় ভারাক্রান্ত,
কিন্তু তার স্মৃতি আমাদের পথপ্রদর্শক,
তার আদর্শের আলোয় চলবো অনন্তকাল,
যেন পৃথিবীকে জুড়ে দেয় ন্যায় ও মানবতার দীপ।

--------------------------------------------------

No comments:

Post a Comment