Monday, October 20, 2025

আমি বেদ্রোহী মুজাহিদ

 আমি বেদ্রোহী মুজাহিদ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************

আমি বেদ্রোহী মুজাহিদ — লা ইলাহা ইল্লাল্লাহ্‌!
ভয়ে কাঁপে তাগুত, জালেম, ফিরাউন সব দাহ্‌!
আমি হক্কের নূর, আমি কুফরের বজ্রাঘাত,
আমি আল্লাহর সৈনিক, শাহাদতের আহ্বাত!

আমি তুফান! আমি সাইকা-স্বর!
আমি হাকের বজ্র-অবর্বর!
আমার মুখে “আল্লাহু আকবর!” —
কাঁপে জাহেলিয়াতের প্রাচীর ঘর!

আমি কিবলাহর সিপাহি, আমি ঈমানের সৈরান,
আমি রণধ্বনি, আমি ইকরামের আহবান!
আমি লাঠি নয়, তলোয়ারের ভাষা জানি,
আমি কুফর ভাঙি, জুলুমের দেয়াল টানি!

এই যুগে ভয়, এই যুগে মুনাফিকি রাজ,
দাদা’দের সামনে করে সবাই সাজ!
মানবিক কাজেও লাগে অনুমতি-ফরমান,
হায়, এ কেমন দেশ! এ কেমন ইমান!

বুক ভরা ভয়, মুখে শান্তির বুলি,
ভেতরে ভেতরে শয়তানের খুলি!
দোসর চকমা দেয়, সত্য করে জাহির,
আমি বলি — “তুমি কুফরি রাহে সাফির!”

আমি তাওহীদের সৈনিক, আমি হক্কের হায়দার,
আমার তলোয়ারে আগুনের দরবার!
আমি মুজাহিদ, আমি রণভূমির শাহীন,
আমার হৃদয়ে বাজে আজান ধ্বনি — “হায়া আলাল ফালাহীন!”

আমি ভণ্ড নেতার পদভারে নত নই,
আমি নতজানু নয়, আমি আরশেরই জুই!
আমি আল-হক্ক, আমি ন্যায়ব্রতী,
আমি বিদ্রোহী, আমি আল্লাহর শক্তি!

বৈষম্যের বেড়াজাল ছিন্ন করি আজ,
আমি বলি, ওরে মুনাফিক, থাম তোর লাজ!
তুমি সংগঠন করো, কিন্তু ভয় পেও না,
তাওয়াক্কুল করো, খোদার পথে চলো না!

আমার দেহে শাহাদতের শিরা,
আমার হৃদয়ে লা-ইলাহার নূর-ধারা!
আমি বেদ্রোহী মুজাহিদ — হক্কের সৈনিক,
আমি আল্লাহর বাণী, আমি অমর চিরবিক!

আমি বলি — সত্য এসেছে, মিথ্যা ভেঙে যায়,
আমি মুজাহিদ, আমি বজ্র, ভয় কিসে হায়!

ওকুল জা-আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল!
(বলো — গর্জে ওঠ, সমস্ত জালিম কাঁপুক!)

আমি বেদ্রোহী মুজাহিদ — লা ইলাহা ইল্লাল্লাহ!
আমি আগুন, আমি বজ্র, আমি সত্যের তুফান,
আমি খোদার কলাম, আমি ঈমানের পতাকা,
আমি বিদ্রোহী — আমি অমর, আমি অজেয়!

-----------------------------------------------

No comments:

Post a Comment