অশুভ আগুন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************
অশুভ আগুন! অশুভ আগুন!
লাল-লাল ধোঁয়া ছড়ায় নীরব আকাশে,
পাহাড়-উঁচুতে খেলে অগ্নির ঝড়,
নদীও কাঁপে, মাঠও ভয় পায়—
প্রাণের ঘরে ঘরে বাজে শোকের ঢেউ!
অশুভ আগুন!
বিদ্যালয়, পাঠশালা, বই-পত্রের ঘর—
সব ভেঙে ছাই হয়ে মিশে যায় পথের ধারে।
ছাত্রদের হাসি থেমে যায়, প্রার্থনার ঘর নিঃশব্দ,
শিখা নাচে খোলা জানালায়, দেয়ালের ভাঁজে,
জ্বলছে শিক্ষা, জ্বলছে ভবিষ্যত।
অশুভ আগুন!
মসজিদ, মন্দির, গির্জা—
প্রার্থনার স্থান সব ছাই, ধুলো আর ধোঁয়া।
বেল, কলস, গম্বুজ ভেঙে পড়ে,
শব্দ নেই, শুধু শিখার নাচে ভয় ও শোক।
অশুভ আগুন!
দোকান, বাজার, হাট—
সব কৌচকাই কাঁদছে শিখার স্পর্শে।
শস্য, জিনিসপত্র, খুচরা ধন—
আগুনের মাঝে মিলিয়ে যায় একে একে,
মানুষের জীবন ক্ষণিকের ছায়া।
অশুভ আগুন!
ফ্যাক্টরি, কলকারখানা, গুদাম—
ইঞ্জিন, কাঠ, কাঁচ—সব কৌচকাই ভস্ম।
কর্মচারীর নিঃশ্বাস থেমে যায়,
মেশিনের গর্জন নীরব, ধোঁয়ার স্রোতে ডুবে যায় শহর।
অশুভ আগুন!
বন, পাহাড়, নদী—
প্রকৃতির বুক জ্বলে শিখার আগুনে।
গাছের ডালে ফোঁটা ঝরে, পাখির ডানায় ভয়,
নদীর জল ম্লান, পাথরের ধ্বনি নীরব।
অশুভ আগুন!
হাওয়া নাচে, শিখা ছুঁয়ে যায় গাছ-পাতা,
মাটির বুক জ্বলে, শহর নিঃশ্বাস থামে।
তবু এই ছন্দে, এই গানমুখর স্রোতে,
বাঁচার আশা, পুনর্জীবনের স্বপ্ন আঁকে।
অশুভ আগুন!
হে কান্ডারী, জাগো হে — কান্ডারী, ওঠ দিশা দেখাও!
হাতে নাও দণ্ডু, হাতে নাও শক্তি,
অশুভ শক্তি যদি থাকে—ধ্বংস করো, রক্ষা করো জন-চাক।
অশুভ আগুন!
বস্তু, মাটি, নদী—সব ছাই হয়ে গেল,
তবু নতুন সকাল হবে, নব উদয় হবে।
হৃদয় গড়ে তুলবে পুনর্জীবনের গান,
মানুষ দাঁড়াবে, হাতে হাত—বাঁচবে প্রাণ,
অশুভ আগুন!
--------------------------------------------------
No comments:
Post a Comment