উদ্যমী নেতা
----------------------------------
পরিচিতি:
-------------------------------
নাম: মোঃ হাবিবুর রহমান ভূঁঞা
ডাক নাম: বাবুল
পিতা: মরহুম মোঃ ইছরাইল ভূঁঞা
মাতা: মরহুমা যবেদা খাতুুন
জন্ম: ০১ মার্চ, ১৯৬৬
স্থায়ী ঠিকানা: গ্রাম-পাঁচুয়া (নামাপাড়া), ইউপি-টোক, উপজেলা-কাপাসিয়া, জেলা-গাজীপুর
পেশা:
----------------------
অধ্যক্ষ, একেএম রহমত উল্লাহ কলেজ, বেরাইদ, বাড্ডা, ঢাকা-১২১২
(উচ্চমাধ্যমিক, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পাঠদানকারী প্রতিষ্ঠান)
শিক্ষাগত যোগ্যতা:
----------------------------
-
এসএসসি: ১৯৮১, চরদুর্লভ খাঁন আঃ হাই সরকার উচ্চ বিদ্যালয়, বারিষাব
এইচএসসি: ১৯৮৪, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা
বি.কম (অনার্স): ১৯৮৭, ঢাকা বিশ্ববিদ্যালয় (জগন্নাথ কলেজ), ব্যবস্হাপনা
এম.কম: ১৯৮৯, ঢাকা বিশ্ববিদ্যালয় (জগন্নাথ কলেজ), ব্যবস্হাপনা
এলএলবি: ১৯৯৫, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাকা সিটি ল’ কলেজ)
সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড:
-------------------------------------------
সহ-সভাপতি, বাকবিশিস, ঢাকা মহানগর
সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা প্রবাসী কাপাসিয়া উপজেলা কল্যাণ সমিতি
সাবেক প্রচার সম্পাদক, কাপাসিয়া-মনোহরদী সাংস্কৃতিক সংগঠন
সাধারণ সম্পাদক, স্বপ্নিল প্রফেসর্স এসোসিয়েশন, বাড্ডা, ঢাকা
সভাপতি, সাইদনগর প্লট ওনার্স এসোসিয়েশন, ভাটারা, ঢাকা
প্রতিষ্ঠাতা, বেরাইদ মডেল স্কুল, বাড্ডা, ঢাকা; মার্শাল আইডিয়াল স্কুল, ভাটারা, ঢাকা
সাবেক উপাধ্যক্ষ, একেএম রহমত উল্লাহ কলেজ
প্রভাষক (সাবেক), ব্যবস্হাপনা, গুলশান কলেজ, ঢাকা
বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক সংগঠনের সঙ্গে জড়িত
********************************************************
উদ্যমী নেতা
----------------------------------
নেতার পদধ্বনি বাজে অশান্ত রাতে।
শিক্ষার দীপ জ্বেলে দুঃসময়ে হাতে।
মোঃ হাবিবুর রহমান ভূঁঞা পথপ্রদর্শক।
ছাত্র-ছাত্রীর মনে জাগে সাহস ভরপুর।
সংগঠনের চাকা ঘুরে তেজস্বী জোয়ারে।
স্বপ্নিল প্রফেসর্সে জাগে দেশপ্রেমে।
ভাটারা, সাইদনগরে বাজে তার পদধ্বনি।
প্রেম, ন্যায়, সততা মিশে অটল ধারা।
মডেল স্কুলে আলো ছড়ায় নিরন্তর।
মার্শাল স্কুলে অন্ধকার কেটে যায় দূর।
সহ-সভাপতি, সম্পাদক—দায়িত্ব সব সামলে।
সমাজসেবা তার কাজে ভরে প্রতিটি কামলে।
সাইদনগরের প্লট ওনার্স গড়ে ভরসা।
প্রজ্ঞা, সাহস, নেতৃত্বে বিপ্লবী ধারা।
মোঃ হাবিবুর রহমান ভূঁঞা, উদ্যমী নেতা।
শিক্ষা, সমাজ ও মানুষের জন্য অমলিন আলো।
অধ্যক্ষতা, সংগঠন, সমাজসেবা মিলিয়ে।
ছাত্র-ছাত্রীর দিশারী, সত্যপথে দাঁড়িয়ে।
নেতৃত্বে তার তেজ, বিপ্লবী ধারা ভাসে।
মোঃ হাবিবুর রহমান ভূঁঞা—আলোর বাতি জ্বলে চিরকাল।
-----------------------------------------------------
২৭-১০-২০২৫
No comments:
Post a Comment