দূর্গাপুর আমার প্রাণ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************
দূর্গাপুর, আমার প্রাণ,
শীতলক্ষ্যা, খাল-বিল, সবুজের গান।
নদী খাল, ফুলবাড়ীয়া বাগান,
দূর্গাপুর, আমার প্রাণ!
শীতলক্ষ্যা তীরে, বানার সবুজ জলধারা,
ঘাটকুরি, নাজাই, বড়চালার খালের ধারা।
আমার হৃদয় ভরে ওঠে আনন্দ-বেদনায়,
দূর্গাপুর আমার প্রাণ, মিলন-বিরহে গান যায়।
বড়চালা, বাড়ীগাঁও, বেগুনহাটি, বিলজরাইল,
চাকৈল, চাপাত, চাটারবাগ, দলিনগর ঢেউ।
আম, জাম, কাঠাল, আনারস, লিচু, পান, কলা—সব বাগান,
দূর্গাপুরের মাঠে ছড়িয়ে আনন্দের ভরা গান।
বীর মুক্তিযোদ্ধা শহিদ জসিম, নরুল ইসলাম,
মজের জেনারেল মঞ্জুর রশিদ খান, মোতাহার হোসেন মোল্লা।
আবু তালেব, খন্দকার নুরুজ্জামান, আজিজুর রহমান,
আজগর রশিদ, হাবিবুর রহমান, মমতাজ উদ্দিন মেহেদী, লতিফ মাষ্টার জহিরুল।
সাংবাদিক সামসুল হুদা লিটন,আমিনুল এহছান মোল্লা—কবি, গানের প্রাণ।
দূর্গাপুর, আমার প্রাণ,
শীতলক্ষ্যা, খাল-বিল, সবুজের গান।
নদী খাল, ফুলবাড়ীয়া বাগান,
দূর্গাপুর, আমার প্রাণ!
মসজিদ শতাধিক, নামাজে ভরে জীবন,
দূর্গাপুর দারুল মিল্লাত, রাওনাট হাছানিয়া আলিম।
ফুলবাড়ীয়া, একডালা, বেগুনহাটি ফাজিল মাদরাসা,
চাঁপাত আকবারিয়া, বাড়ৈগাঁও মহিলা দাখিল।
প্রাথমিক বিদ্যালয়: মাশক উত্তরপাড়া, দূর্গাপুর সরকারি, রাণীগঞ্জ, রাওনাট, বেগুনহাটি, বড়চালা।
নদী আর খালের মাঝে বয়ে চলে সবুজ স্রোত,
জীবন শান্তি খুঁজে, খেলাধুলার মেলবন্ধন খোঁটে।
আমার কৃষক মন গান গেয়ে যায় প্রিয় বাটিকা,
নিজেকে হারিয়ে পাই ফিরে ফিরে এক নীল ঢেউ।
দূর্গাপুর, আমার প্রাণ,
শীতলক্ষ্যা, খাল-বিল, সবুজের গান।
নদী খাল, ফুলবাড়ীয়া বাগান,
আম, জাম, কাঠাল, আনারস, লিচু, পান, কলা—সব মিলন আমাদের প্রাণ!
দূর্গাপুর, আমার প্রাণ…
সবুজের ঢেউ, নীলাকাশের গান…
-+------------------------------------------------------
No comments:
Post a Comment