অশ্লীল শব্দ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************
নেতার মুখে আজ অশ্লীল শব্দ!
সভা-মঞ্চে বাজে কেবল কুখ্যাতি।
শপথ ভাঙা, দেশে হাহাকার,
গলিতে ছড়ায় কুৎসিত গীবতের ধারা।
অফিস কক্ষে চোর হাসে চমকে,
আদালতে শ্লেষের তান বাজে রুখে।
শিক্ষক ক্রন্দন করে, ছাত্র চুপচাপ,
সত্যের দুর্ভিক্ষে লজ্জা কুয়াশার চাপ।
গলির কোণে কুকুর শকুনও হাসে,
নেতার অশ্লীল বাক্য, মানুষ লজ্জায় হাহাসে।
মহল্লায় কুৎসিত নামের খেলা,
দেশ জুড়ে ভেসে যায় লজ্জার ঢেউ।
প্রতিটি পদক্ষেপ, কথার খামখেয়ালি,
অশ্লীল শব্দে ভরা, সত্য হারায় অলসায়।
মানুষ চায় ন্যায়, নেতা দেয় তামাশা,
গীবত-তামাশায় ভেসে যায় সোনার দেশ।
অফিস আদালতে, সভা মঞ্চে,
অশ্লীল শব্দের রাগে ভরা সব দেশ।
চোর, দস্যু, মুখে মায়া দেখায়,
কিন্তু সত্য হারায় কুৎসার অন্ধকারে।
কিন্তু একদিন ভাঙবে সব বাঁধ,
সত্য উঠবে জোয়ারে মানুষের মুখে।
নেতার অশ্লীল শব্দ আর নয় বাজবে,
সত্যের বাঁশি বাজবে বিদ্রোহী গানে।
------------------------------------------
No comments:
Post a Comment