Thursday, October 16, 2025

বিপ্লবী হও

 

বিপ্লবী হও

-কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************

তুমি বিপ্লবী হও!—বলো, জাগো মানব,
জাগো তাতী, জেলে, কামার-কুমার, কৃষক-শ্রমজীবন নব!
উঁচু-নীচু, ধনী-দরিদ্র, এক হও বুকে,
অন্যায়ের মুখে ছড়িয়ে দাও আগুনের রথ!

তুমি বিপ্লবী হও!—জ্বালো আগুনে, জ্বালো রক্তে,
গর্জে উঠো অন্যায়ের হৃষ্টমুখে!
শোষণের প্রাসাদে দাও বজ্রের ঘা,
মানবতার নামে জ্বালো নতুন দিশার দা!

তুমি বিপ্লবী হও!—প্রাণ নয়, তুমি তলোয়ারের ধ্বনি,
দুর্বার ঝড়—বন্দীহীন রণিনী!
রক্তে মিশে আছে নিপীড়িতের হাহাকার,
লেখ বিপ্লব—লেখ মুক্তির অংকার!

অন্ধকার শাসক! শুনো তার বজ্রবাণী,
রাজমুকুটে জ্বলে আগুনের পানি!
গর্জে বলো— “ভয় পাস না মানুষ!”
মানবই শক্তি, মানবই আলো, সত্যের জাহ্নবী, জাগো নিঃশেষে নব রস!

তুমি বিপ্লবী হও!—কৃষকের ঘাম, শ্রমিকের গান,
দুঃখের মাটি থেকে উঠা প্রাণ!
রক্তে ঝড়ে জাগরণের ধ্বনি,
নজরুলের পথে চলা আগুনবাহী রণিনী!

তুমি বিপ্লবী হও!—ভাঙো বঞ্চনা, গড়ো দিগন্ত,
আনো মানবতাতে নতুন প্রভাতের অন্ত!
ভয় জানো না, সত্যের যোদ্ধা হও,
থামো না, এগিয়ে চলো মানুষের পথে!

জাগো যুবক!—তোমার হাতে রাখো আগুন,
ভালোবাসায় পোড়াও অন্যায়ের ধুন!
ধর্মের নামে নয়, মানবতার নামে দাঁড়াও,
অত্যাচারের শৃঙ্খল আজ ছিঁড়ে ফেলো, বিপ্লবী হও!

গর্জে বলো!— “জাগো বিশ্ব মানবতা!”
দহো!— “ভয়হীন স্বাধীনতা!”
শুধু শব্দ নয়, লেখো ইতিহাসের বাণী,
জ্বালাও পথে পথে রক্তে রাঙা বাণী!

বিপ্লবী হও!—ন্যায়ের পথে চলো,
অন্যায় দেখিলে বজ্রের মতো বলো!
বুকে আগুন, হাতে আলো, কণ্ঠে বজ্রধ্বনি—
তুমিই আগামী, তুমিই বিপ্লবী! 

---------------------------------------------

No comments:

Post a Comment