বরণ্য ব্যক্তিত্ব
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
ইন্না লিল্লাহি… শোনো, ইতিহাস স্তব্ধ,
চিরন্তন নিঃশ্বাসে হারালো প্রিয় অধ্যক্ষ।
কাপাসিয়ার গর্ব, শিক্ষক ও বিদ্বান,
বরেণ্য কাজী এম এ কাদের, স্মৃতিতে অম্লান।
০১/০৪/২০২২, দুপুর সাড়ে ১১টায়,
ঢাকার বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
৯৫ বছরের জীবন, গর্বে পূর্ণ,
শিক্ষা, সমাজ, মানবতার প্রদীপে ঝর্ণা ন্যূন।
বহুমুখী প্রতিভার অধিকারী, সৃষ্টিতে অমিয়,
সাতটি কলেজ প্রতিষ্ঠায় রেখেছেন দীপ্যরশ্মি।
বঙ্গতাজ কলেজ, খিরাটি, জ্ঞানের জ্যোতি,
জামালপুর কলেজ, কালিগঞ্জ, উজ্জ্বল প্রদর্শন।
পলাশ শিল্পাঞ্চল কলেজ, নরসিংদী মনোহর,
কেরানীগঞ্জ মহিলা কলেজ, শিক্ষার ভোর।
শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ, ঢাকা,
শহিদ স্মরনিকা কলেজ, মতিঝিল, জ্ঞানের ভরা পাথ।
ইস্পাহানি কলেজ, ঢাকা, তরুণ প্রজন্মের দীপ,
মরহুমের প্রেরণায় জ্বলে আলোর ক্ষণক্ষিপ।
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা,
পরম করুনাময়, জান্নাতুল ফেরদৌস দান করুন প্রিয় মানুষে।
শ্রদ্ধার আলো চিরমধুর, স্মৃতির ঝর্ণাধারা,
কাজী এম এ কাদেরের নাম চিরন্তন, অমোঘ প্রভা।
--------------------------------------
২৭-১০-২০২৫
No comments:
Post a Comment